বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই নিশ্চিত একটি সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলে। সেভাবেই রাহু আর শনিদেবও নিজের অবস্থান বদল করতে চলেছেন। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে নানান রকমের প্রভাব পড়তে পারে। জ্যোতিষ গণনা বলছে,ছায়া গ্রহ রাহু প্রবেশ করেছেন মীন রাশিতে। ওই একই রাশিতে গত ২৯ মার্চ প্রবেশ করেছেন শনিদেব। যার ফলে এই দুই গ্রহের যুতি তৈরি হয়েছে। এই মহাসংযোগের প্রভাব বহু রাশিতে পড়তে আরম্ভ করেছে। কারা এতে ভাগ্যবান হয়ে উঠছেন? তার আভাস দিল রাশিফল।
ধনু
শনিদেব আর রাহুর যুতি ধনু রাশিতে ইতিবাচক প্রভাব বিস্তার করছে। আপনার সুখ সুবিধা সমস্ত দিক থেকে বেড়ে যেতে চলেছে। এরই সঙ্গে আপনি গাড়ি ও সম্পত্তি কিনতে পারেন। কাজের দিক থেকে আপনি ভাগ্যবান হতে চলেছেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে। জমি, সম্পত্তি সহ বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবার ফল দেবে। এই সময় আপনার দ্বারা রা চেষ্টা লাভ দিতে পারে।
মিথুন
রাহু আর শনিদেবের সংযোগ মিথুন রাশির জন্য লাভদায়ক হতে পারে। এই সংযোগ আপনার গোচর কুণ্ডলী আর লাভের স্থানে তৈরি হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এই সময়কাল ভালো। বেতন বৃদ্ধি ও প্রমোশনের যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও আপনার অনুকূলেই কোনও পরিবর্তন দেখা যাবে। চাকরিতে কোনও বদল আসতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় ভালোর দিকে যাবে। ব্যবসা বৃদ্ধির বিষয়ে ভাবতে পারেন। চাকরি বদলের কথা ভাবলে, এই সময়কাল ভালো।
( Basanti Puja 2025 Tithi:বাসন্তীপুজো ২০২৫র ষষ্ঠী কখন থেকে পড়ছে? অষ্টমী, সন্ধিপুজো কবে? পঞ্জিকামতে তিথি, নির্ঘণ্ট রইল)
( Surya Gochar in April Astrology: নববর্ষের ঠিক আগেই সূর্যদেবের কৃপা বর্ষণ হবে শুরু! কেরিয়ারে তুমুল সাফল্য কাদের ভাগ্যে?)
বৃষ
এই সময় আপনার ব্যাপক লাভ হতে পারে। এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হতে পারে। আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে। যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে আপনি ভয় পাবেন না এই সময়। বিনিয়োগের জন্য এই সময় খুবই ভালো। ব্যবসায়ীরা কোনও ভালো ডিল করতে পারেন এই সময়। এই ডিল লাভপ্রদ হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )