জ্যোতিষশাস্ত্রমতে গুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন খুব শিগগিরই। আর গুরুর এই চলন জ্যোতিষমতে সমস্ত রাশিতে প্রভাব ফেলতে চলেছে। উল্লেখ্য, একটি রাশিচক্র পূরণ করতে গুরু বৃহস্পতির ১২ বছর লেগে যায়। এছাড়াও নির্দিষ্ট একটি সময় পর পর গুরু নিজের অবস্থান পাল্টায়। তারও প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ে। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন আসন্ন বৃহস্পতির মার্গী চালের জেরে।
কর্কট
এই রাশির একাদশভাবে গুরু মার্গী হতে আরম্ভ করবেন। এই সময় অপ্রত্যাশিতভাবে বহু টাকা পাবেন এই রাশির জাতক জাতিকারা। দীর্ঘ দিন ধরে কোনও উদ্যোগ নিয়ে থাকলে, সেই চেষ্টার ফল এবার পাবেন। আপনার ইচ্ছা পূরণ হবে। চাকরিতে আসবে সাফল্য। ব্যবসায় লাভ পাবেন। পর্যাপ্ত মাত্রায় টাকা রোজগার করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
( Sambhal well Issue: মসজিদ ঘিরে বিতর্কের মাঝে সম্ভালে জনতার জন্য কুয়ো খুলে দেওয়ার ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের)
(Surya Nakshatra Parivartan: মকর সংক্রান্তি ২০২৫র আগেই সূর্যের নক্ষত্র পরিবর্তন! কোন ৩ রাশিতে সৌভাগ্যের জোয়ার?)
কন্যা
গুরুর এই চালে বদল, আপনার জন্য খুবই শুভ। কেরিয়ারের দিক থেকে জীবনে নানান ধরনের খুশি, আনন্দ আসতে থাকবে। ব্যবসায় খুব লাভ আসবে। জীবনে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা এবার কেটে যাবে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। টাকা রোজগার খুব করতে পারবেন। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।সৌভাগ্যের কারণেই গুরুর কৃপায় হাতে আসবে টাকা।