বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Police on Kasba Incident: 'টিচাররা পুলিশকে মারবে এটা ভাবা যায়নি!' তালা ভাঙো! নতুন ভিডিয়ো দেখিয়ে দাবি সিপির
পেট্রল দিয়ে জ্বালিয়ে দাও! ওই তালাটা ভেঙে দাও!এমনটাও বলা হয়েছিল চাকরিহারা শিক্ষক আন্দোলনে। কসবার ঘটনার ভিডিয়ো দেখিয়ে দাবি করলেন পুলিশকর্তা।
পুলিশের দাবি, ১৩জন পুলিশকর্মী জখম হয়েছেন। সার্জেন্ট তন্ময় মণ্ডল তাঁকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পায়ে প্লাস্টার হয়েছিল। এসআই রিটন দাসের বুকে আঘাতের দাগ রয়েছে। মেডিক্যাল করানো হয়েছে। কেবলমাত্র চাকরিহারা শিক্ষকদের মধ্য়ে কিছু বহিরাগত ছিলেন। সেটা ভিডিয়োতে দেখা গিয়েছে।
পুলিশ কি লাথি মারতে পারে শিক্ষককে?
পুলিশের দাবি, এনিয়ে তদন্ত হচ্ছে। পুলিশের যেখানে ফোর্স ব্যবহার করা হয় সেখানেই তদন্ত করে দেখা হয়।তবে কলকাতা পুলিশের তরফে একেবারে সময় ধরে ভিডিয়ো দেখিয়ে দাবি করা হয়, শিক্ষকরা পরপর দুটি ব্যারিকেড ভেঙেছিলেন। গেট ধরে ওঠার চেষ্টা করেন। মহিলা পুলিশকর্মীর হাতের উপর পা দিয়ে ওঠা হয়। এমনকী তালা ভেঙে দাও, পেট্রল দিয়ে জ্বালিয়ে দাও। এমন কথাও বলা হয়। পুলিশের উপর নিগ্রহ করা হয়। এরপর পুলিশ আত্মরক্ষার্থে মৃদু বলপ্রয়োগ করে।