দেবদত্তা মাঝি ও অর্চিস্মান নন্দী। JEE মেইনসে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন তাঁরা। সর্বভারতীয় পরীক্ষায় বিরাট সাফল্য বাংলার পড়ুয়ার। উচ্ছসিত বাংলার মুখ্য়মন্ত্রী।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমাদের দেবদত্তা মাঝি ও অর্চিস্মান নন্দী। তারা JEE মেইনসে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। সর্বভারতীয় পরীক্ষায় সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছে তারা।
এটা আমাদের কাছে অত্যন্ত তৃপ্তির বিষয় যে উভয়ই দশম শ্রেণির পরীক্ষায় ২০২৩ সালে শীর্ষস্থানে ছিলেন।
দুজনেই মেধাবী। ২০২৩ সালের পয়লা জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে তাদের সম্বর্ধনা দিয়েছিলাম।
আমি অত্যন্ত খুশি যে দেবদত্তা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রী ও উচ্চমাধ্যমিকেও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করেছে।
রাজ্য পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে স্কলার দেবদত্তা ও ২০২২ সালের এই অলিম্পিয়াডে সবার সেরা হয়েছিল। তাদের সাফল্য আমাদের গর্ব, আমাদের রাজ্যের শিক্ষার মানের নমুনা। উভয়কেই অনেক শুভেচ্ছা। তাদের পাশে থাকার ব্যাপারে আমাদের সরকার দায়বদ্ধ। 'লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।