ভালো খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি করুণ নায়ারের। তবে তা নিয়ে খুব বেশি আক্ষেপ নেই এই বিদর্ভের ব্যাটসম্যানের। তাঁর এখন লক্ষ্য ভারতীয় টেস্ট দলে সুযোগ করে নেওয়া। শেষবার ২০১৭ সালে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন করুণ। তিনি আশাবাদী যে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেবেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন এই ক্রিকেটার। এরকম একজনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না দেওয়ায় প্রশ্ন উঠেছিল। সেই সময় বিষয়টি স্পষ্ট করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি জানিয়েছিলেন, দল ঘোষণার আগে নায়ারের নাম নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু দলে সবাইকে অন্তর্ভুক্ত করাটা খুবই কঠিন।
তবে করুণ তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর কাজ করে যেতে চাইছেন। তাঁর প্রধান লক্ষ্যই ভারতীয় টেস্ট সেট-আপে প্রত্যাবর্তন করা। তিনি বলেন, ‘সত্যি বলতে টুর্নামেন্টের আগে আমি এটা নিয়ে ভাবিনি। আমার ক্ষেত্রে এটা অনেক দূরের কিছু মনে হচ্ছিল। কিন্তু আপনি স্বপ্ন দেখেন, আপনি ভাবতে থাকেন এবং কিছু অর্জন করার কথা চিন্তা করেন, কিন্তু আপনি এটা ভাববেন না - আমি এটা করব। ভাববেন- আমি এটা করতে চাই। কিন্তু বাস্তবে বিষয়টা করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে মাথায়।’
বিজয় হাজারে ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেন করুণ। এই মিডল-অর্ডার ব্যাটসম্যান ৮ ইনিংসে ৭৭৯ রান করেছেন, গড় ৩৮৯.৫০, এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। নায়ার বলেন, ‘আমি এখনও স্বপ্ন দেখি ভারতের হয়ে টেস্ট খেলার। আমি অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলেছি। সত্যি বলতে, এটাই একমাত্র জিনিস যেটা নিয়ে আমি ভাবি। আমি ভাবিনি যে আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখা হবে বা বিবেচনা করা হবে, তাই আমি এর জন্য সত্যিই কৃতজ্ঞ বোধ করছি।’
উল্লেখ্য, ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অপরাজিত ৩০৩ রানের জন্য ৩২ বছর বয়সী ব্যাটারকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়, বীরেন্দ্র সেহওয়াগের পর টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান তিনি। তবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার সেই মাইলফলকের পরেও পুরোপুরি শুরু হয়নি। তিনি ২০১৭ সাল থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি। এরপরেও ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে এসেছেন এই ব্যাটার। সম্প্রতি তাঁর প্রশংসা করেন সচিন তেন্ডুলকর। এই প্রসঙ্গে নায়ার জানান, ছোটবেলার হিরোর কাছ থেকে প্রশংসা পাওয়াটা সত্যিই গর্বের।