বর্তমানে কেপ টাউনে চলছে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন নজির গড়েছেন রায়ান রিকেলটন। নয় বছর পরে প্রথম দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেছন রায়ান রিকেলটন। ২৬৬ বলে এই কীর্তি গড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ২০১৬ সালে হাশিম আমলা এমন কাজ করেছিলেন। সেই সময়ে হাশিম আমলা ডাবল সেঞ্চুরি করেছিলেন।
টেস্টে এটি ছিল রায়ান রিকেলটনের প্রথম ডাবল সেঞ্চুরি এবং মজার বিষয় হল, তিনি ২০২৫ সালে প্রথম খেলোয়াড় হিসেবে একটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি করেছেন। এই ব্যাটসম্যান তার ডাবল সেঞ্চুরিতে অনেক রেকর্ড গড়েছেন। এর আগে, শুক্রবার সেঞ্চুরি করার পর, তিনি তেম্বা বাভুমার সঙ্গে ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ করে তার দলকে প্রথম দিনে আবার জয়ের পথে নিয়ে গিয়েছেন। এই সময়ে জ্যাক ক্যালিসকে পিছনে ফেলেছেন রায়ান রিকেলটন। ক্যালিস ২৬৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ২৬৬ বলে এই কীর্তি গড়েছেন রায়ান রিকেলটন।
আরও পড়ুন… ভিডিয়ো: মেজাজ হারালেন কোহলি! আউট হওয়ার পরেই নিজের উপর রেগে গেলেন বিরাট
দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেছেন হার্ষেল গিবস। রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম টেস্ট ডাবল সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায় যোগ দিয়েছেন। এই তালিকায় চার নম্বরে রয়েছেন রায়ান রিকেলটন। যার মধ্যে রয়েছে হার্ষেল গিবস এবং জ্যাক ক্যালিসের মতো কিংবদন্তি খেলোয়াড়রা রয়েছেন।
আরও পড়ুন… পন্তের দ্বিতীয় ইনিংসের ঝড় নয়, অজি কোচকে অবাক করেছিল ঋষভের প্রথম ইনিংসের স্তব্ধতা
দ্রুততম ডাবল সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়:
১) ২১১ বল দ্বিশতরান করেছিলেন হার্ষেল গিবস। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে কেপ টাউনে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
২) এই তালিকায় দুই নম্বরে রয়েছেন গ্রায়েম স্মিথ। ২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ২৩৮ বলে দ্বিশতরান করেছিলেন স্মিথ।
৩) এই তালিকায় গ্যারি কার্স্টেন রয়েছেন তিন নম্বরে। ২০০১ সালে হারারেতে ২৫১ বলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের প্রাক্তন কোচ।
৪) তালিকার চার নম্বরে নাম তুললেন রায়ান রিকেলটন। চলতি বছরে কেপ টাউনে ২৬৬ বলে দ্বিশতরান করেছেন রায়ান রিকেলটন।
৫) ২০১০ সালে সেঞ্চুরিয়ানে ভারতের বিরুদ্ধে ম্যাচে ২৬৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন জ্যাক ক্যালিস।
কোন কোন রেকর্ড গড়লেন রায়ান রিকেলটন-
১) ২০১৬ সালের পরে রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার যিনি দ্বিশতরান করলেন। কেপ টাউন, ২০১৬ সালে শেষ কোনও ক্রিকেটার টেস্টে দ্বিশতরান করছিলেন। সেই সময়ে তিনি ২০১ রান করেছিলেন।
২) দক্ষিণ আফ্রিকার কোনও ওপেনার ২০১৩ সালের পরে আবার দ্বিশতরান করলেন। ২০১৩ সালে দুবাইয়ে ২৩৪ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ওপেনার গ্রায়েম স্মিথ। তারপর থেকে ১২ বছর পরে আবার কোনও প্রোটিয়া ওপেনার শতরান করলেন।
৩) কেপটাউনে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করলেন রায়ান রিকেলটন।