বুধবার চিন্নাস্বামীতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর হোম ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে চোট পান বিরাট কোহলি। তাঁকে রীতিমতো যন্ত্রণাকাতর দেখায়। তৎক্ষণাৎ মাঠেই শুশ্রুষা নিতে হয় বিরাটকে। কোহলি মাঠ ছেড়ে উঠে না গেলেও তাঁর চোট কতটা গুরুতর, সেই বিষয় খোঁজখবর নেওয়া শুরু হয়ে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরের ম্যাচে বিরাট মাঠে নামতে পারবেন কিনা, সেই বিষয়ে সংশয় দেখা দেয় আরসিবি সমর্থকদের মনে।
কীভাবে চোট পান কোহলি?
চিন্নাস্বামীতে আরসিবির ৮ উইকেটে ১৬৯ রানের জবাবে গুজরাট পালটা ব্যাট করতে নামে। টাইটানস ইনিংসের ১১.৫ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে হাঁটু গেড়ে বসে জোরালো সুইপ শট খেলেন গুজরাট ওপেনার সাই সুদর্শন। বল তিরের গতিতে বাউন্ডারির দিকে এগিয়ে যায়। বলের কার্যত পিছনেই ছিলেন কোহলি। তবে তিনি বলের বাউন্স ঠিক মতো অনুমান করতে পারেননি।
বল কোহলির হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। অর্থাৎ, এক্ষেত্রে কোহলির মিস ফিল্ডের জন্যই চার রান উপহার পেয়ে যান সুদর্শন। তবে বল ধরার চেষ্টায় কোহলি আঙুলে চোট পেয়ে বসেন। তিনি যন্ত্রণায় মাঠেই বসে পড়েন। ফিজিওর শুশ্রুষার পরে ফের ফিল্ডিং করেন বিরাট।
কোহলি কি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন?
পরে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোহলির চোট নিয়ে আপডেট দেন। তিনি স্পষ্ট করে দেন যে, মুম্বইয়ের বিরুদ্ধে বিরাটের মাঠে নামতে বিশেষ অসুবিধা হবে না। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ফ্লাওয়ার বলেন, ‘বিরাটকে দেখে খারাপ মনে হয়নি। ও ঠিক আছে।’
উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল অর্থাৎ সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরসিবি এখনও পর্যন্ত টুর্নামেন্টের ৩টি ম্যাচে মাঠে নেমে ২টি জয় তুলে নিয়েছে। তারা ইডেনে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। দীর্ঘ ১৭ বছর পরে চিপকে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছেন বিরাট কোহলিরা। তবে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মরশুমের প্রথম হোম ম্যাচেই হারের মুখ দেখতে হয় আরসিবিকে।
আরও পড়ুন:- IPL 2025: সব থেকে কঠিন কাজ! চলতি আইপিএলে সর্বাধিক ডট বল করেছেন কোন ৫ জন?
আরসিবি বনাম গুজরাট টাইটানস ম্যাচের ফলাফল
চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। ৪০ বলে ৫৪ রান করেন লিয়াম লিভিংস্টোন। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৭.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে গুজরাট টাইটান। জোস বাটলার ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন।