বাংলা নিউজ > বায়োস্কোপ > Cinebap-Ruma: বং গাই-এর সঙ্গে ঝগড়ায় বিতর্কে জড়ান, রটেছিল স্ত্রী রুমার সঙ্গে ডিভোর্সের খবর, বাবা হলেন 'সিনেবাপ' মৃন্ময়
বাবা হলেন ‘বিতর্কিত’ একইসঙ্গে জনপ্রিয় ইউটিউবার 'সিনেবাপ' ওরফে মৃণ্ময় দাস। মা হলেন তাঁর স্ত্রী রুমা মোদক। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন মৃণ্ময় ও রুমা। এই খুশির খবর নববর্ষের দিন, অর্থৎ মঙ্গলবার নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন কোচবিহারের এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব।
ফেসবুকে স্ত্রী রুমার সঙ্গে একটি ছবি পোস্ট করে সিনেবাপ লেখেন, ‘Blessed with a baby Boy (নজর ও লাভ ইমোজি Thanks you Universe’। অর্থৎ পুত্র সন্তন হয়েছে এই মহা বিশ্বকে ধন্যবাদ। মৃণ্ময়ের পোস্ট চোখে পড়া মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা।