সম্প্রতি আমেরিকার টেক্সাস শহরে একটি ফ্যান মিট এন্ড গ্রিট ইভেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছিলেন অভিনেত্রী তথা গায়িকা সোফি চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। সবকিছুই ঠিক ছিল কিন্তু এই ইভেন্ট নিয়ে একদমই নাখুশ ভক্তরা।
আমেরিকায় অনুষ্ঠিত এই ইভেন্টে হৃতিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলা এবং সময় কাটানোর জন্য মোটা অংকের টিকিট কেটেছিলেন দর্শকরা। ভারতীয় মুদ্রায় ১.২ লক্ষ টাকার টিকিট কেটে দর্শকরা গিয়েছিলেন অনুষ্ঠানে শুধু অভিনেতাকে দেখার জন্য। কিন্তু দু'ঘণ্টা অপেক্ষা করার পরেও অভিনেতার সঙ্গে ছবি তুলতে দেওয়া হয় না।
আরও পড়ুন: স্বামীকে চুম্বন থেকে মেয়ের হাতে বানানো কার্ড, ব্রডওয়ে থেকে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
আরও পড়ুন: 'আমি নেপো কিড নই বলে...', বলিউডের স্বজনপোষণের শিকার নুসরত? কী বললেন?
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে একজন লিখেছেন, 'হৃতিক রোশানের সঙ্গে দেখা করার জন্য এবং ছবি তোলার জন্য আমি ১৫০০ ডলার খরচ করেছি। দু'ঘণ্টা লাইনেও দাঁড়িয়ে ছিলাম। এরপরেও ছবি তুলতে দেওয়া হয়নি।' অন্য একজন লিখেছেন, ‘VIP লাইনে যারা দাঁড়িয়ে ছিলেন, তাদের মধ্যে অর্ধেককে অনুমতি দেওয়া হলেও বাকি জনকে অনুমতি দেওয়া হয়নি ছবি তোলার জন্য।’
ক্ষোভ প্রকাশ করে একজন লেখেন, ‘সেদিন খুব ঠান্ডা ছিল। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম কিন্তু হৃতিক মাত্র ৩০ মিনিটের জন্য এসেছিলেন অনুষ্ঠানে। আমার ভিআইপি টিকিট একেবারে নষ্ট। আমার টাকাও ফেরত দেবে না ওরা।’ একজন অনুযোগের সুরে বলেন, 'দু'ঘণ্টা অপেক্ষা করেছি কি শুধু প্রত্যাখ্যান পাওয়ার জন্য।'
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন: 'যে গান টিভিতে শুনতে পান সেটি...', রিয়েলিটি শোয়ের গোপন কথা ফাঁস, কী বললেন শান?
প্রসঙ্গত, অনেক দর্শকদের দাবি অনুযায়ী, এই দিন অভিনেতা নিজেও ক্ষুব্ধ হয়েছেন বিশৃঙ্খলা তৈরি হওয়ায়। তাঁর মেজাজ নাকি একদম ঠিক ছিল না সেদিন। আধঘন্টা থেকে তিনি চলে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও ছবি তুলতে একদম স্বাচ্ছন্দ বোধ করেননি তিনি।
উল্লেখ্য, আমেরিকায় ঘটে যাওয়া এই বিশৃংখলায় সাধারণ মানুষ মুখ খুললেও হৃতিক অথবা তাঁর টিমের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি এখনও।