বাড়িতে রয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী কিয়ারা, আর ঠিক তখনই জাহ্নবী কাপুরের সঙ্গে স্কুটিতে ঘুরছেন সিদ্ধার্থ মালহোত্রা! সিদ্ধার্থ-জাহ্নবীর স্কুটি চালানোর ভাইরাল ছবি দেখে এই প্রশ্নই তুলেছে নেটপাড়া। ব্য়াপারটা ঠিক কী?
আসলে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ ঘোষণার সময় থেকেই আলোচনায় রয়েছে। ছবির শুটিংয়ের প্রথম ঝলক দেখতে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই মুহূর্তে ছবির শুটিং চলছে দক্ষিণ ভারতে। আর সেখান থেকেই কিছু ছবি শেয়ার করেছেন জাহ্নবী। যেখানে দেখা যাচ্ছে হবু বাবা সিদ্ধার্থ মালহোত্রাকে তিনিই স্কুটি রাইডে নিয়ে গেছেন। অর্থাৎ চালকের আসনে জাহ্নবী আর সিদ্ধার্থ পিছনে বসেছিন। জাহ্নবী কাপুর এই ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "পরম খুবই খুশি হয়েছে যখন আমি ওকে স্কুটি রাইডে নিয়ে গিয়েছিলাম।'
সিদ্ধার্থ-জাহ্নবীর ভাইরাল ছবি
জাহ্নবী-সিদ্ধার্থে স্কুটি রাইডের ছবি দেখে কমেন্ট সেকশনে অনেকেই দাবি করেছেন, এগুলি নিশ্চয় ছবির কোনও গানের শুটিংয়ের সময় তোলা ছবি। অন্যদিকে কেউ কেউ বলেছেন ছবিতে সিদ্ধার্থের চরিত্রের নাম পরম এবং জাহ্নবী কাপুরের চরিত্রের নাম সুন্দরী। জানা যাচ্ছে, ছবির শুটিংয়ের সময় জাহ্নবী এবং সিদ্ধার্থ জমিয়ে মজা করছেন, যার বহু ছবি ইনস্টাগ্রামেও উঠে এসেছে। শ্রীদেবী কন্যাকে লাল শাড়িতে দেখা যাচ্ছে। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রাকে গোলাপী শার্ট এবং কালো জিন্সে দেখা যাচ্ছে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা উত্তর ভারতের একজন উদ্যমী ছেলের চরিত্রে অভিনয় করছেন।
নেটিজেনদের মন্তব্য
জাহ্নবী-সিদ্ধার্থের ছবি দেখে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘পরম সুন্দরী নিয়ে আমি খুব উত্তেজিত।’ অন্যদিকে আরও একজন নেটিজেন লিখেছেন, ‘ঘুম থেকে ওঠার আগে আমার সিদ্ধার্থের সঙ্গে এমনই এক স্বপ্নে দেখা হয়।’ কারোর দাবি, ‘এই জুটি দারুণ সাফল্য পাবে।’ আবার কেউ কমেন্ট করেছেন- ‘দুজনের হাসিই বলে দিচ্ছে যে ছবিটি কতটা মজাদার হবে। অপেক্ষা আর সইছে না। কেউ আবার মজা করে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ’বাড়িতে বউ অন্তঃসত্ত্বা, আর আপনি জাহ্নবীর স্কুটিতে চড়ে ঘুরছেন?'