গত ৫ এপ্রিল অর্থাৎ শনিবার রশ্মিকা মন্দানার ২৯ তম জন্মদিন ছিল। জন্মদিনের দিন পালন করতে সমুদ্র সৈকতকে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বেশ কিছু ছবিও। অভিনেত্রীর ছবি পোস্ট করা ঠিক একদিন পর রশ্মিকার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যায় সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে পোস্ট করতে। এখান থেকেই শুরু হয় জল্পনা কল্পনা।
শনিবার ওমানে সমুদ্র সৈকতের ধারে বসে রশ্মিকা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি কালো রঙের পোশাক পড়ে সমুদ্র সৈকতে বসে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন। কখনও বালির সঙ্গে খেলা করছেন কখনও আবার সূর্যাস্ত উপভোগ করছেন। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'কিছু সমুদ্র সৈকত.. কিছু বালি... কিছু সূর্যাস্ত.. কিছু ফুল এবং তোমার সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছা সহ অনেক হাসি।'
আরও পড়ুন: হুবহু এক! ‘লাপাতা লেডিস’ দেখে হতবাক ‘দ্য বুরখা সিটি’র পরিচালক, বললেন, 'আমি অবাক আর...'
আরও পড়ুন: 'তুমি সব সময় আমার...', দিদার জন্মদিনে অদেখা ছবি পোস্ট রাইমার
রশ্মিকার ছবি পোস্ট করার ঠিক একদিন পর অর্থাৎ রবিবার বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যায় ঠিক একই রকম ছবি পোস্ট করতে। বিজয় যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি সাদা রঙে ঢিলে ঢলে শার্ট এবং সাদা পাজামা পরে রয়েছেন অভিনেতা। তিনি কখনও সমুদ্র সৈকতে হেঁটে বেড়াচ্ছেন, কখনও আবার ঘোড়ার পিঠে চেপে রয়েছেন। ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ঘোড়ায় চড়ে বেড়াচ্ছি এবং বারেফিটে ঘুরে বেড়াচ্ছি।’
বিজয় এবং রশ্মিকার ছবি দেখে অনেকেরই মনে হয়েছে তাঁরা দুজনে একই জায়গায় ছিলেন। ছবির মধ্যে বেশ কিছু মিলও খুঁজে পেয়েছেন ভক্তরা। দুটি ছবির পেছনেই নীল ছাতা, তালগাছ এবং সাদা বালি রয়েছে যা ইঙ্গিত করে দুই তারকা একই দিনে একই জায়গায় ছিলেন।
কী বলছেন ভক্তরা?
দুটি ছবির মিল দেখে এক ভক্ত লিখেছেন, ‘ফটোগ্রাফার রশ্মিকা।’ অন্য একজন লিখেছেন, ‘রাশুর জন্মদিনে একই স্থানে।’ তৃতীয় একজন মন্তব্য করে লিখেছেন, ‘আমার মনে হয় আমি কিছু মিল দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি কোথায়!!!’ চতুর্থ একজন লিখেছেন, ‘ফটোগ্রাফার রশ্মিকা।’
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা টেলর? জল্পনা উসকাতেই কী বললেন?
আরও পড়ুন: ভৌতিক এবং কুসংস্কারের মেলবন্ধন, ‘ছোরি ২’ ট্রেলারে সোহাকে দেখে মুগ্ধ দর্শক
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ডেটিং করছেন রশ্মিকা এবং বিজয়। ভালোবাসার কথা স্বীকার করলেও তাঁরা যে একে অপরকে ডেটিং করছেন সে কথা এখনও স্বীকার করেন নি তাঁরা। তবে তারকা জুটি ডেটিং করার কথা অস্বীকার করলেও প্রায়শই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখতে পাওয়া যায় এই তারকা জুটিকে।