৪ দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন রত্না পাঠক এবং নাসিরউদ্দিন শাহ। দুজনেই নিজেদের কেরিয়ারে সফল স্থানে রয়েছেন। অভিনয় করার পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও তাঁরা সফল দুই তারকা। এতকিছুর পরেও স্বামীকে নিয়ে কোন অভিযোগ করলেন রত্না? স্বামীর প্রতি কী ক্ষোভ মনে পুষে রেখে দিয়েছেন তিনি?
সম্প্রতি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে রত্না পাঠক নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন। তিনি জানান, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কতটা মসৃণ। স্বামীকে পেয়ে যে তিনি কতটা ভাগ্যবতী, সেটাও জানাতে ভোলেননি তিনি।
আরও পড়ুন: শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা
আরও পড়ুন: ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
FICCI লো হায়দরাবাদ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রত্না বলেন, ‘দীর্ঘ ৪০ বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। আমাদের একসঙ্গে থাকার সময়টা যে এতটা মজাদার হবে আমি সত্যি তা ভাবিনি কোনওদিন। সব থেকে বড় কথা আমাদের বন্ধুত্ব কোনওদিন ক্ষুন্ন হয়নি, এটাই সব থেকে মূল্যবান জিনিস।’
রত্না বলেন, ‘ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করার সুবাদে আমাদের বন্ধুত্ব হয়েছিল। আমি চিরকালই একই কাজের ক্ষেত্রে মানুষের সঙ্গে সম্পর্কে যেতে চেয়েছিলাম। দুজনে একই ক্ষেত্রের মানুষ হলে একে অপরের কাজ সম্পর্কে তারা অবগত হন। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল।’
অভিনেত্রী বলেন, ‘তবে আমার স্বামীর প্রায়োরিটি লিস্ট সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে কিন্তু আমি সব সময় দ্বিতীয় নম্বর আসি। উনি ওনার কাজকেই বেশি ভালোবাসেন। প্রথম প্রথম খারাপ লাগতো কিন্তু এখন মনে হয় এটাই উচিত। একজন অভিনেতা এবং পরিচালক হিসেবে নিজের কাজকেই সব সময় অগ্রাধিকার দেওয়া উচিত।’
আরও পড়ুন: 'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
রত্না আরও বলেন, ‘অভিনেতা তো বটেই একজন পরিচালক হিসেবেও উনি ভীষণ ভালো মানুষ। একজন পরিচালক হিসাবে সেটের প্রত্যেক ব্যক্তিকে আগলে রাখেন তিনি। উনি সবসময় বলেন, আমি কাজকেই সবথেকে বেশি ভালোবাসি। মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে ভীষণ রাগ হয়। তবে এখন এই কথাটা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আর খারাপ লাগে না।’
প্রসঙ্গত, ১৯৮২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রত্না পাঠক এবং নাসিরউদ্দিন শাহ। তাঁদের দুই সন্তান ইমাদ সহ এবং বিভান শাহ দুজনেই বিখ্যাত অভিনেতা। তবে রত্না নাসিরউদ্দিনের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী মানারা সিক্রির এক কন্যা হিবা শাহ একজন অভিনেত্রী।