আপাঞ্জাব কিংসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ডেটিং-এর গুঞ্জন বহুদিন ধরেই চলছে। ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর থেকে চাহালকে আজকাল ঘনঘনই মাহভাশের সঙ্গে দেখা যাচ্ছে। আর তাতেই তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে। এরই মাঝে মাহভাশ আজকালকার ছেলেমেয়েদের বিচ্ছেদ নিয়ে একটি রিল শেয়ার করেছেন। আর তাতেই নেটপাড়ার ধারণা চাহালের উদ্দেশ্যেই এই রিলটা বানিয়েছেন মাহভাশ।
কী আছে মাহভাশের এই নতুন রিলে?
সোমবার, আরজে মাহবাশ যে রিল শেয়ার করেছেন যেখানে তিনি প্রশ্ন তুলেছেন কেন ‘আধুনিক যুগের বিচ্ছেদ এত তিক্ত কেন হয়? বিচ্ছেদকে তোমার জীবনের সবচেয়ে ছোট অংশ বানাও। অর্ধেক সময় আমাদের ঘৃণাই কারণেই অপরজনকে তাঁর কৃতকর্মের জন্য অনুতাপ করতে দেয় না।’
আরও পড়ুন-'উনি আমাকে ঠকিয়েছেন, চুপিচুুপি…', গদর ২র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক আমিশা প্যাটেল
আরও পড়ুন-আগামী ২ বছর এই বাড়িতেই থাকবেন শাহরুখ-গৌরী, সামনে এল অ্যাপার্টমেন্টের নতুন ভিডিয়ো..