সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এবার এরাজ্যের নদিয়া থেকে গ্রেফতার হলেন এক মহিলা। PTI সূত্রে খবর, সোমবার নদিয়ার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। অবশেষে চাপড়া অঞ্চল থেকে গ্রেফতার করা হয় এক মহিলাকে। পুলিশের দাবি, ধৃত ওই মহিলার সঙ্গে সইফের উপর হামলাকারীর যোগ রয়েছে। ওই মহিলার সাহায্যেই নাকি বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন সইফের হামলাকারী শরিফুল। ধৃত মহিলা আদপে মুর্শিদাবাদের আন্দুলিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে পুলিশ জানিয়েছিল সইফ মামলায় অভিযুক্তরা মেঘালয়ের ডাউকি নদী পার হয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ে। এদেশে আসার পর বেশকিছু পশ্চিমবঙ্গেই ছিল তারা। তারপর কাজের সন্ধানে মুম্বই পাড়ি দেয়। স্থানীয় লোকজনের আধার কার্ড দিয়ে সিমকার্ড সংগ্রহ করে হামলাকারী শরিফুল। এমনকি সে নিজের নামে আধারকার্ড বের করারও চেষ্টা করে, তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়।
আরও পড়ুন-সৃজিতকে ছেড়ে এবার দেবের হাত ধরলেন! 'রঘু ডাকাত'-এ খলনায়ক হচ্ছেন অনির্বাণ?
সূত্রের খবর শরিফুল উত্তরঙ্গের ভারত-শিলিগুড়ি সীমান্ত দিয়ে এরাজ্যে এসেছিল। আর এই অবৈধ প্রবেশের জন্য এরাজ্যের এক মহিলার সঙ্গে যোগাযোগ করে সে। সেই মহিলাই নাকি সোমবার সইফ কাণ্ডে ধৃত ওই মুর্শিদাবাদের আন্দুলিয়ার বাসিন্দা।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলা হয় গত ১৬ জানুয়ারি। সেদিন নিরাপত্তার ফাঁকতালে অভিনেতার ১২ তলার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। পাইপ বেয়ে বাথরুমের ভিতর দিয়ে সে ঘরে ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছিল। এরপর প্রথমে শরিফুল মুখোমুখি হয় জেহ-র আয়া - এলিয়ামা ফিলিপসের। তিনি বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র বের করে ভয় দেখানো হয়। তখন কাঁদতে শুরু করে জেহ। ছোট ছেলের চিৎকার, কান্নার আওয়াজে উপর থেকে নেমে আসেন সইফ। মি. খান অভিযুক্তকে থামানোর চেষ্টা করেন এবং সক্ষমও হন। তবে ঠিক তখনই সে অভিনেতার পিঠে, ঘাড়ে এবং হাতে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। আহত হওয়া সত্ত্বেও, অভিনেতা অনুপ্রবেশকারীকে ঘরের ভেতরে ঠেলে দেন সইফ। কারণ মিসেস ফিলিপস জেহকে নিয়ে দৌড়ে যান এবং তাকে আটকে রাখেন। এরপর বড় ছেলে তৈমুরের হাত ধরেই নাকি হাসপাতালে পৌঁছেছিলেন সইফ। আর এর পরের ঘটনা এতক্ষণে সকলেরই জানা।