সদ্যই মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত নতুন বাংলা ছবি পুরাতন। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকেও। সুমন ঘোষের এই ছবির প্রযোজনা করেছেন ঋতুপর্ণা। বক্স অফিসে, দর্শকদের থেকে ছবিটি ভালো সাড়া পাওয়ার মাঝেই এটা কী ঘোষণা করলেন শর্মিলা ঠাকুর!
আরও পড়ুন: কৌশিককে 'কষ্ট' দিয়েছেন পরমব্রত! সমাজ মাধ্যমে 'মৃত্যুঞ্জয় কর'-এর নামে কী অভিযোগ আনলেন পরিচালক?
আরও পড়ুন: ৩ দিনে বিশ্বজুড়ে ৩০ কোটি আয়ের পরও সিকান্দরের থেকে পিছিয়ে জাঠ! কী অবস্থা সলমনের ছবির?
কী জানিয়েছেন শর্মিলা ঠাকুর?
সম্প্রতি পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর তেমনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো আর বাংলা ছবিতে কাজ করবেন না। এদিন যখন তাঁকে আগামীতে আবার তাঁকে কবে, কোন বাংলা ছবিতে দেখা যাবে জিজ্ঞেস করা হয় তিনি উক্ত সংবাদমাধ্যমকে জানান 'আমি বাংলা ছবি করতে ভালোবাসি। আমার কলকাতার সব ভালো লাগে। কিন্তু আমি আর ফিট নই অভিনয় এবং শ্যুটিংয়ের জন্য। আমার শরীরের জন্য যেমনটা দরকার হয় সেটার জন্য ফিট নই।'
পুরাতন ছবিটির শ্যুটিং হয় ২০২৩ সালে। সেই অভিজ্ঞতার কথা মনে করে শর্মিলা ঠাকুর জানান তিনি গোটা টিমের সঙ্গে ১৪-১৫ দিন ধরে গঙ্গার ধারের একটি রিসর্টে থেকে শ্যুটিং করেন। সেই সময়টা যে তিনি দারুণ উপভোগ করেছিলেন সেটাও জানাতে ভোলেন না।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সোহা আলি খান নিজেও সম্প্রতি মায়ের স্বাস্থ্যের বিষয়ে আপডেট দিয়ে নয়নদীপ রক্ষিতকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে জিরো স্টেজে তাঁর মায়ের লাংস ক্যানসার ধরা পড়েছিল। সেটা কেটে বাদ দেওয়া হয়েছে। এখন বর্ষীয়ান অভিনেত্রী সুস্থ আছেন।
আরও পড়ুন: মা হতে না হতেই দিলেন সুখবর! রহস্যে মোড়া সিরিজে কোন তারকার হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে অনিন্দিতার?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রায় ১৪ বছর পর ফের বাংলা ছবিতে কাজ করলেন শর্মিলা ঠাকুর। তাঁকে শেষ পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি সোনার পাহাড়ে দেখা গিয়েছিল।
পুরাতন ছবিটির ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব হাউস্টোনে সেরা ফিচার ফিল্ম বিভাগে জয়ী হয়েছিল। এছাড়াও ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি এবং সেরা অভিনেত্রী (শর্মিলা ঠাকুর) বিভাগে পুরস্কার পেয়েছে।