এপ্রিল পড়েনি তার আগেই সূর্যের ভ্রুকুটিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কোথাও পারদ খাতায় কলমে গ্রীষ্ম আসার আগেই ৪০ ডিগ্রি পেরিয়েছে তো কোথাও আবার ৪০ ছুঁই ছুঁই! এমন অবস্থায় নিজেকে 'কুল' রাখতে কী করেন সেটাই জানালেন কাঞ্চন, শ্রীময়ী!
কী ঘটেছে?
এদিন শ্রীময়ী চট্টরাজ একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মাটিতে বসে আছেন কাঞ্চন মল্লিক। তাঁর সামনে নানা বিধ খাবার রাখা বাটি বাটি করে। কিন্তু কী সেগুলো? এগুলোই হল এই গরমে নিজেদের ঠান্ডা রাখার টোটকা মিস্টার এবং মিসেস মল্লিকের।
সেই মেনুতে কী কী ছিল? কাঞ্চন নিজেই জানান তাঁদের এদিনের মেনুতে ছিল 'পান্তা ভাত, পান্তা ভাতের জল, কাঁচা পোস্ত বাটা, গন্ধরাজ লেবু, এমনি লেবু (পাতি লেবু) , আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে, ডালের বড়া, পান্তা ভাতের জল আলাদা করে গন্ধরাজ লেবুর রস চিপেছিলাম ওটা এর মধ্যে দেওয়া।'
শ্রীময়ী ক্যামেরার পিছন থেকেই জানান, 'এটা হচ্ছে কাঞ্চনের স্পেশ্যাল রেসিপি।' স্ত্রীর কথার মাঝেই পর্দার টেনিদা বলে ওঠেন, 'গরমে খাবেন অল কুল।'
অভিনেত্রী এদিন আরও জানান তিনি বা কাঞ্চন যে কেবল এই খাবার খাচ্ছেন সেটাই নয়। তাঁর বাবাও আছেন তাঁদের সঙ্গে। সেই বিষয়ে বলেন, 'এই যে বসে বসে বাবাও খাচ্ছে যে কিনা কখনও পান্তা ভাত খায়নি, বসে বসে বলছে সলিড মেখেছে।'
এদিন এই গরম স্পেশ্যাল ভিডিয়ো পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'আমরা বাবা ভেতো বাঙালি,এই বেশ ভালো আছি।'
আরও পড়ুন: আইনি বিয়ের পরপরই অশান্তি চরমে! ভাঙনের মুখে অনন্যা সুকান্তর সম্পর্ক? কী ঘটেছে?
আরও পড়ুন: আড়াই বছরের সঞ্চিত অর্থ দিয়ে মায়ের স্বপ্নপূরণ শুভস্মিতার! কী করলেন ‘হরগৌরী পাইস হোটেল’র ‘ঐশানী’?
প্রসঙ্গত সদ্যই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের প্রথম বিবাহবার্ষিকী গেল। মেয়ে কৃষভিকে নিয়েই তাঁরা তাঁদের এই বিশেষ দিনটির উদযাপন করেছেন এবার। গত বছর ২ মার্চ সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। এরপর ২০২৪ এর নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের সন্তান।