গত ৪ মার্চ একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন আথিয়া শেট্টি এবং কে এল রাহুল। দাদু হয়েছেন সুনীল শেট্টি। অন্য আর পাঁচটা দাদুর মতোই ছোট নাতনিকে প্রথম কোলে নিয়ে আনন্দের সাগরে ভেসেছেন সুনীল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি নিজের সেই আনন্দের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সম্প্রতি সুনীল লিঙ্কডিন - এ একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন তাঁর অনুভূতির কথা। নাতনিকে প্রথম দেখা এবং তাকে কোলে নেওয়ার আনন্দ যে কোনও আনন্দকে পেছনে ফেলে দেবে বলে জানান অভিনেতা। ছবি হোক বা ব্যবসা, অর্থ উপার্জন বা খ্যাতি অর্জন করার থেকেও এই আনন্দ অনেক অনেক বেশি, যা শব্দে প্রকাশ করা যায় না।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুনীল লেখেন, ‘আপনি সত্যি জানেন না আপনি আদৌ কিসে আনন্দ পাবেন। আপনি সারা জীবন সেই সমস্ত জিনিসের পেছনে ছুটে বেড়ান, যা আপনাকে খুশি করতে পারে বলে আপনার মনে হয়। কঠোর পরিশ্রম, অফিস, জনপ্রিয়তা, অভিনয়, এই সবকিছু থেকে আপনি আনন্দ পাবেন বলে আপনার ধারণা থাকে সারা জীবন। কিন্তু আদতে সেটা নয়।’
অভিনেতা আরও লেখেন, ‘আমার নাতনিকে আমি যখন প্রথম কোলে নিলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার জীবনের সবথেকে বড় আনন্দ কোথায় লুকিয়ে ছিল এতদিন। এটা এমন একটা অনুভূতি যা শব্দে প্রকাশ করা যায় না। পৃথিবীর যে কোনও আনন্দকে পেছনে ফেলে দিতে পারে এই অনুভূতি।’
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
সুনীলের কথায়, ‘আমি সারা জীবন যে অর্থ উপার্জন করেছি বা যে জনপ্রিয়তা অর্জন করেছি তা নিয়ে আমি সত্যি গর্বিত। কিন্তু আমি যখন আমার নাতনিকে কোলে নি, তখন এগুলো আমার কাছে গুরুত্বহীন হয়ে যায়। আপনি যখন জীবনের সেই পর্যায়ে পৌঁছে যান, যখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে কোনটি আসল গুরুত্বপূর্ণ, তখন আপনার এতদিনের সব লড়াই ফিকে হয়ে যায়।’