কিছু মাস আগেই মুক্তি পেয়েছে এই রাত তোমার আমার। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। এক বয়স্ক দম্পতির জীবন, তাঁদের জীবনে লুকানো কথা এবং পঞ্চাশতম বিবাহবার্ষিকীর রাত তাঁরা কীভাবে কাটিয়েছেন সেটাই ধরা পড়ে এই ছবিতে। সদ্যই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি। আর তারপরই পরমব্রতর পরিচালিত ছবিটির প্রশংসায় ভেসে গেলেন তসলিমা নাসরিন।
আরও পড়ুন: উপহার দিয়েছেন একাধিক দেশাত্মবোধক সিনেমা, দেখুন তো কথাকলির পোশাকে অভিনেতাকে চিনতে পারছেন?
আরও পড়ুন: 'দাদাভাই আমার দাদাভাই' বলে ডাক! বিশেষভাবে সক্ষম ভক্তকে জড়িয়ে স্নেহ শিলাজিতের, কী কী উপহার পেলেন?
এই রাত তোমার আমার নিয়ে কী বললেন তসলিমা?
এদিন ফেসবুকের পাতায় এই রাত তোমার আমার ছবিটির প্রশংসা করতে গিয়ে ২০১২ সালে মুক্তি পাওয়া ফরাসি ছবি আমুর প্রসঙ্গ টেনে আনেন। লেখেন, 'পরমব্রত চট্টোপাধ্যায়ের এই রাত তোমার আমার দেখতে দেখতে মনে পড়ছিল ২০১২ সালে পাম দর পুরস্কার পাওয়া ফরাসি সিনেমা আমুর ছবির কথা। আমুর ছবির মতো এই রাত তোমার আমারও বয়স্ক দম্পতির গল্প, মৃত্যুপথযাত্রী অসুস্থ স্ত্রীর শুশ্রূষা করেন স্বামী। অঞ্জন দত্ত আর অপর্ণা সেন, এই দুই তারকাই এই রাত তোমার আমার সিনেমাটির মূল আকর্ষণ। একটি বাড়িতে এক ঝড়জলের রাতে বার্ধ্যকের এবং অসুস্থতার কষ্ট ভোগ করছেন দুজন, কখনও স্মৃতিচারণ, কখনও স্বীকারোক্তি, এর মধ্যে যখন পরস্পরের প্রতি ভালোবাসা আর নির্ভরতা একটু একটু করে প্রকাশ পাচ্ছে, তখন একজন আরেকজনকে একা করে দিয়ে মৃত্যুবরণ করেন। এ ছাড়া খুব বেশি গল্প নেই সিনেমাটিতে। তবে আর্ট আছে। সফিস্টিকেশান আছে। অভিনয়ের, ব্যক্তিত্বের, সংলাপের। অসাধারণ অভিনয় করেছেন অঞ্জন দত্ত।'
আরও পড়ুন: অ্যাঞ্জেলিনা জোলির জীবনের উপর ভিত্তি করেই বানানো হয়েছে কিলবিল? কী জানালেন সৃজিত?
শুধুই কি তাই তসলিমা এদিন জানিয়ে দেন তিনি পরমব্রতর মধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋতুপর্ণ ঘোষের ছায়া দেখতে পেয়েছেন। এই বিষয়ে লেখেন, 'পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালক হিসেবে বেশ পাওয়ারফুল। ঋতুপর্ণ কৌশিক ঘরানার।'