বাংলা নিউজ > টুকিটাকি > Dumping Ground Fire: বারাসত, মধ্যমগ্রামের বাতাস জু়ড়ে শুধু কালো ছাই! ২৪ ঘণ্টা পরও আতঙ্কে স্থানীয়রা
পরবর্তী খবর
শনিবার বিকেল থেকেই বাতাসে কালো ছাই। নেমে আসছে ছাদে, কার্নিশে, ঘরের জানালা খোলা থাকলে ঢুকে পড়ছে ঘরেও। শহরের উপকণ্ঠে সম্প্রতি এমন কালো ছাইয়ের জেরেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বারাসত, মধ্যমগ্রামে শনিবার বিকেল থেকেই এই কালো ছাইয়ের উৎপাত শুরু হয়েছে। ঘটনাচক্রে ওই দিন বিকেলেই ছিল সূর্যগ্রহণ। যা নিয়ে অনেকেই ভীত, সন্ত্রস্ত ছিলেন। জোড়়া ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়তে থাকে আতঙ্ক। নানা গুজব ও কুসংস্কার ছড়াতে শুরু করেছিল। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় কালো ছাইয়ের আসল উৎপত্তি জানার পর।
আরও পড়ুন - একটি গানের জন্য ৩ কোটি টাকা! অরিজিৎ নন, ভারতের সবচেয়ে ‘দামি’ গায়ক নাকি ইনিই
কেন বিস্তীর্ণ এলাকাজুড়ে কালো ছাই?
মধ্যমগ্রাম ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণেই তীব্র পরিমাণে ধোঁয়া উৎপন্ন হতে শুরু করে। এই ধোঁয়ার সঙ্গে বাতাসে উর্ধ্বগামী হতে থাকে কালো ছাই। পরে সেই ছাই ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। মধ্যমগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে রয়েছে এই ডাম্পিং গ্রাউন্ড। এখানেই আগুন লাগার পর কালো ছাই আতঙ্ক শুরু হয়। স্থানীয়েরা খবর দেন কাউন্সিলর ও পৌরসভায়। সেখান থেকে দুটো দমকল গাড়ি আগুন নেভানোর জন্য ছুটে আসে। কিন্তু সংবাদ মাধ্যম সূত্রের খবর, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।আরও পড়ুন - মনে হবে যেন আরেকটা ভারতে এসে পড়েছেন! নজর কাড়বে এই ‘মিনি ইন্ডিয়া’র সৌন্দর্য