যে সমস্ত বিদেশিরা বা অন্যান্য দেশের নাগরিক সরকারি নথিভুক্তি ছাড়াই আমেরিকায় ৩০ দিনের বেশি কাটাবেন, তাঁদের তার জন্য কঠিন শাস্তি পেতে হবে। এক্ষেত্রে দোষী ব্যক্তিদের জেল ও জরিমানা - দু'টিই করা হতে পারে।
শনিবার (১২ এপ্রিল, ২০২৫) ডিপার্টমেন্ট অফ হোমল্য়ান্ড সিকিউরিটি-র তরফে এই প্রসঙ্গে বলা হয়, ‘বিদেশিদের মধ্যে যাঁরা ৩০ দিনের বেশি আমেরিকায় থাকছেন, তাঁদের যুক্তরাষ্ট্রীয় সরকারের নথিতে নথিভুক্তি থাকতে হবে। এটা বাধ্যতামূলক। যাঁরা এই নিয়ম মানবেন না, তাঁদের ক্ষেত্রে তা শাস্তিমূলক অপরাধ হিসাবে গণ্য করা হবে। তাঁদের জেল ও জরিমানা দুই-ই হতে পারে।’
বিষয়টি নিয়ে আমেরিকার হোমল্য়ান্ড সিকিউরিটি-র ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও করা হয়েছে - সেখানে অত্যন্ত তাচ্ছিল্য়ের সুরে লেখা হয়েছে - 'মেসেজ টু ইললিগ্যাল এলিয়েন্স' (অর্থাৎ - অবৈধ ভিনদেশিদের উদ্দেশে বার্তা)। অর্থাৎ - অন্যান্য দেশের নাগরিককে - যাঁরা সংশ্লিষ্ট পদ্ধতিতে নিজেদের নথিভুক্ত করাননি, তাঁদের এখানে এলিয়েন্স বলে উল্লেখ করা হয়েছে। এবং এই ভাষা ব্যবহার করা হয়েছে মার্কিন সরকারি দফতরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে!
সেই এক্স পোস্টে এহেন বিদেশিদের ৩০ দিনের মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ, বলা ভালো - হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লেখা হয়েছে - 'স্ব-নির্বাসনের সতর্কতা'। তার অধীনে এর 'সুবিধাসমূহ'ও উল্লেখ করা হয়েছে। যা হল -
'স্ব-নির্বাসন নিরাপদ। ফেরার বিমান ধরে নিজের ইচ্ছায় ফিরে যান।
যদি আপনি একজন অ-অপরাধী হিসাবে স্ব-নির্বাসন বেছে নেন, তাহলে আমেরিকায় টাকা রোজগার করে যেতে পারবেন।
যদি আপনি আইসিই-র বদলে সিবিপি হোম-এর মাধ্যমে স্ব-নির্বাসন বেছে নেন, তাহলে ভবিষ্যতে আইনত অভিবাসনের সুযোগ পাবেন।
যদি আপনার অর্থের অভাব থাকে, তাহলে ঘরে ফেরার জন্য আপনার বিমানের ভাড়াতেও ভর্তুকি দেওয়া হতে পারে।'
তথ্যাভিজ্ঞ মহলের মতে, আমেরিকার এই নয়া পদক্ষেপ এই মুহূর্তে না হলেও আগামী দিনে বিদেশি পড়ুয়া - যাঁরা ভিসা নিয়ে আমেরিকায় পড়তে গিয়েছেন, এবং বিদেশি চাকুরে - যাঁরা এইচ-ওয়ানবি ভিসা নিয়ে সেদেশে কাজ করছেন, তাঁরা সকলেই সমস্যায় পড়বেন। দু'টি ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই তাঁদের স্বদেশে ফিরতে হবে। অথবা যেকোনও মূল্যে আমেরিকা থেকে বেরিয়ে যেতে হবে।
যাঁরা এই নিয়ম মানবেন না, তাঁদের চূড়ান্ত নির্দেশ হাতে পাওয়ার পর থেকেই দিন প্রতি ৯৯৮ মার্কিন ডলার জরিমানা দিতে হবে। যদি কেউ স্ব-নির্বাসন ঘোষণা করার পরেও মার্কিন মুলুকে ঘাপটি মেরে বসে থাকেন, তাহলে তাঁদের ১,০০০ থেকে ৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হবে। এক্ষেত্রে দোষীদের জেলের ভাতও খেতে হতে পারে। এমনকী, জীবনে কোনও দিন তাঁদের যাতে অভিবাসী হিসাবে আমেরিকায় ঢুকতে না দেওয়া হয়, সেটাও নিশ্চিত করা হতে পারে।