অভিষেক বেহল
প্রয়াত হলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) প্রধান ওমপ্রকাশ চৌতালা। তিনি পাঁচটি মেয়াদের জন্য় ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
আইএনএলডি-র এক শীর্ষ নেতার কথায়, নিউমোনিয়ার চিকিৎসা চলছিল তাঁর। এরপর দু'দিন আগেই মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পান প্রাক্তন মুখ্যমন্ত্রী।
দলের এক নেতা জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর অবস্থার অবনতি হলে তাকে মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আইএনএলডি এবং অন্যান্য দলের প্রবীণ নেতারা এই খবর শুনে হাসপাতালে পৌঁছেছিলেন। শনিবার সন্ধ্যায় তেজাখেদা গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
‘তিনি (চৌতালা) বহু বছর ধরে রাজ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দেবীলালের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করেছিলেন’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একথা লিখেছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং বলেছেন, ওমপ্রকাশ চৌতালার অবদান রাজ্যের মানুষ চিরদিন স্মরণ করবেন
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও গভীর শ্রদ্ধা জানিয়েছেন ও শোকবার্তা পাঠিয়েছেন।
'আইএনএলডি সুপ্রিমো তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ওমপ্রকাশ চৌতালাজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। একজন প্রবীণ নেতা এবং রাষ্ট্রনায়ক, তিনি তাঁর জীবনের কয়েক দশক জনসেবায় উৎসর্গ করেছিলেন এবং হরিয়ানার রাজনৈতিক ল্যান্ডস্কেপকে রূপ দিয়েছিলেন। তাঁর অবদান ও উত্তরাধিকার চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার, প্রিয়জন এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই', তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একথা লিখেছেন।