লিওনেল মেসির সঙ্গে সম্প্রতি টেনিস সুপারস্টার অ্যান্ডি মারের দেখা হয়। বর্তমানে নোভাক জকোভিচের কোচ হিসেবে কাজ করছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ড মারে। লিওনেল মেসি খেলেন ইন্টার মিয়ামি দলের হয়ে, আর জকোভিচ বর্তমানে খেলতে গেছেন মিয়ামি ওপেনে। সেখানে মারেকে ‘শাট আপ’ বললেও লিও।