Dev: 'শহিদ দিবসে ভুল করে পাগলু গেয়েছিলাম...', ২০১১ সালের সাফাই দিলেন দেব
Updated: 08 Jan 2025, 03:41 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami দেব বললেন, 'এই গান নিয়ে একটা ইতিহাস আছে, আমার জীবনে। আমার খুব মনে আছে, আমি তখন একদমই নতুন। ২০১১ সালে শহিদ দিবসে ভুল করে 'পাগলু' গানটা গেয়েছিলাম। তখন বুঝিনি যে এই জায়গায় এই মঞ্চে…। সেটা নিয়ে আমি আসলে কোনওদিনও কথা বলে উঠতে পারিনি। তবে ওইদিন আমি আসলে পাগলু গানটা গাইনি। সেদিন সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ আসলে ‘পাগলু’ গানটা গেয়েছিলেন। তাঁরাই বলেছিলেন ওই গানটা গাইতে। আজ আবার সেই দিন। তবে আমি গান গাইতে পারব না। কারণ, সবাই যেভাবে জমিয়ে রেখেছে…।'