Updated: 26 Jan 2021, 09:54 PM IST
HT Bangla Correspondent
মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পালন করতে একযোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে ভারত ও বাংলাদেশ। সেই জন্যেএবছরের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা। রাজপথ দিয়ে কুচকাওয়াজ করলেন পড়শি দেশের ১২২ সদস্য, পেলেন উষ্ণ অভ্যর্থনা।
কন্টিনজেন্টের নেতৃত্বে ছিলেন লেফট্যানেন্ট কর্নেল আবু মহম্মদ শাহনুর সায়ন। ১২২ জনের মধ্যে বাংলাদেশের স্থল, বায়ু ও নৌ বাহিনীর সদস্যরা ছিলেন।