By Abhisake Koley
Published 21 Apr, 2025
Hindustan Times
Bangla
BCCI Central Contracts: হার্দিক থেকে সিরাজ, বোর্ডের বার্ষিক ৫ কোটির চুক্তিতে রয়েছেন এই ৬ জন
BCCI-এর কেন্দ্রীয় চুক্তির দ্বিতীয় সর্বোচ্চ A ক্যাটাগরিতে রয়েছেন কারা? দেখে নিন তালিকা।
১. মহম্মদ সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তির এ-গ্রেডে রয়েছেন।
২. টেস্ট ও ওয়ান ডে দলে প্রায় নিয়মিত সুযোগ পান। বোর্ডের চুক্তির এ-গ্রেডে রয়েছেন লোকেশ রাহুল।
৩. সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের লিডারশিপ গ্রুপে থাকেন। চুক্তির এ-গ্রেডে রয়েছেন শুভমন গিল।
৪. জাতীয় টি-২০ দলের নেতৃত্ব খোয়াতে হলেও বোর্ডের বার্ষিক চুক্তির এ-গ্রেডে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া।
৫. দীর্ঘদিন পরে চোট সারিয়ে মাঠে ফেরা মহম্মদ শামিও চুক্তির এ-গ্রেডে রয়েছেন।
৬. জাতীয় দলের আঙিনায় ফিরে আসা ঋষভ পন্তও কেন্দ্রীয় চুক্তির এ-গ্রেডে জায়গা পেয়েছেন।
BCCI-এর কেন্দ্রীয় চুক্তির এ-গ্রেডে থাকা ক্রিকেটাররা ম্যাচ ফি-ছাড়াও বছরে ৫ কোটি টাকা পেয়ে থাকেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন