By Priyanka Bose
Published 25 Mar, 2023
Hindustan Times
Bangla
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের পত্নীকে চেনেন?
ক্রিকেট দুনিয়া থেকে অবসর গ্রহণের পর স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটান বীরেন্দ্র শেহওয়াগ
বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রীর নাম আরতি, দিল্লির খ্যতনামা আইনজীবী সূরজ সিং আহলাওয়াতের মেয়ে তিনি।
শেহওয়াগ-পত্নী খুব সুন্দরী, নিজের ফিটনেসের দিকেও বেশ নজর দেন তিনি।
ছোটবেলার বন্ধুত্ব আরতি এবং শেহবাগের। ২০০২ সালে খানিক মজা করেই আরতিকে প্রোপোজ করেন বীরু।
শেহবাগ নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রস্তাবকে সত্যি মনে করে রাজি হয়ে 'হ্যাঁ' বলে দেন আরতি।
এরপর দু বছর পরস্পরকে ডেট করার পর ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
অবসর সময় স্ত্রী সন্তানদের নিয়ে প্রায়শই ঘুরতে যান শেহবাগ। তাঁর ছেলেরাও ক্রিকেট খেলে। বাবার মতোই ক্রিকেটের জগতে নাম করতে চান তাঁরা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন