Lucky Rashi: ৫৪ ঘণ্টার ঝোড়ো রাজযোগে মীন সহ বহু রাশির ভাগ্যে উপচে পড়বে টাকাকড়ি! এপ্রিলে কবে এই যোগ?
1 মিনিটে পড়ুন Updated: 18 Apr 2025, 05:37 PM ISTমীন, কুম্ভ সহ অনেক রাশি এই বিশেষ যোগে হতে চলেছেন লাকি।
মীন, কুম্ভ সহ অনেক রাশি এই বিশেষ যোগে হতে চলেছেন লাকি।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব, চন্দ্র, বুধ, শুক্র সহ সব গ্রহের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর এই আলাদা গুরুত্বের রাশিগুলি যখন একসঙ্গে জোট বাঁধে তখনই আসে শুভ সময়। এবার মীন রাশিতে এই সমস্ত গ্রহ, অর্থাৎ একসঙ্গে বহু গ্রহ তৈরি করতে চলেছে জমায়েত। তার জেরে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। এবার চন্দ্রও এই রাশিতে আসতে চলেছেন। ফলে তৈরি হতে চলেছে পঞ্চগ্রহী যোগ। তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন।
মীন
পঞ্চগ্রহী রাজযোগ লাকি প্রমাণিত হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এই রাশির বহু ক্ষেত্রে আসতে চলেছেন অপার সাফল্য। শুক্র এই রাশিতে মালব্য যোগ তৈরি করতে চলেছেন। এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তির মালিক হতে পারে এই গ্রহদের এই অবস্থানের জেরে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার জীবনে আনন্দ নিয়ে আসবে। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক আরও বাড়বে। আপনার সময় ভালো যাবে। আপনি আত্ম মন্থনের উদ্যোগ নেবেন। আপনার ভিতরে একটি বদল আসবে। আপনার তর্কের ক্ষমতা বাড়বে। কেরিয়ার সহ বহু দিক থেকে পাবেন লাভ।
( Bangladesh latest:পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নৃশংস খুন! শিশু হত্যায় চাঞ্চল্য বাংলাদেশে, আটক কিশোর)