বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে গ্রহদের রাজা সূর্যদেবের এক অভূতপূর্ব যোগ তৈরি হচ্ছে। আর যোগটি ২০২৫ সালের এপ্রিলেই শুরু হচ্ছ। পদ মান, সম্মান, ধন সম্পত্তির দিক থেকে এই যোগ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ জ্যোতিষশাস্ত্রে এই দুই গ্রহের আলাদা মাহাত্ম্য রয়েছে। বর্তমানে সূর্যদেব রয়েছেন মেষ রাশিতে। আর গুরু বৃহস্পতি রয়েছে বৃষে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আগামী ২৫ এপ্রিল তাঁরা তৈরি করবেন অর্ধকেন্দ্র যোগ। গুরু আর সূর্যের এই যোগ তৈরির ফলে বহু রাশি লাভের মুখ দেখবে। কারা হবে লাকি, দেখে নিন।
বৃষ
এই রাশির লগ্নভাবে রয়েছেন গুরু। এই রাশির জাতক জাতিকারা বিদেশযাত্রার সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। গুরুর কৃপায় পাবেন মান সম্মান। জীবনে নানান রকমের খুশি, আনন্দ আসবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের মনের ইচ্ছা পূরণ হবে। আইনি মামলায় পাবেন সাফল্য। দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছে, তা থেকে এবার পাবেন মুক্তি।
মিথুন
আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়তে থাকবে। জীবনে নতুন কোনও বড় সুখবর পাবেন। পরিবারের সঙ্গে কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। ধর্মকর্মের দিকে আপনার হঠাৎ করে আকর্ষণ বাড়তে থাকবে। স্টক বা ট্রেডে সঙ্গে জড়িত ব্যবসায় সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। এরসঙ্গেই জীবনসঙ্গীর সঙ্গে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন।
বৃশ্চিক
এই যোগের ফলেই জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে বিপুল লাভ পাবেন। ধন সম্পত্তি থেকেও পাবেন অপার সাফল্য। কর্মক্ষেত্রে উন্নতি পেতে পারেন। পদোন্নতির সঙ্গে সঙ্গে কোনও বড় দায়িত্বও আপনার কাছে আসতে পারে। কোনও প্রতিদ্বন্দ্বিতায় শত্রুকে কড়া মাত দিতে পারেন। আর এতেই আপনি হবেন সফল। প্রতিটি কাজে সাফল্যের যোগ তৈরি হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে। আমদানির কিছু রাস্তা খুলে যাবে। আইনি মামলায় লাভ পাবেন।
২৫ এপ্রিল কখন রয়েছে এই যোগ?
২৫ এপ্রিল সকাল ৯টা ৫৫ মিনিটে সূর্য আর গুরু একে অপরের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করবে। সেই সময়ই এই রাজযোগ তৈরি হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)