জ্যোতিষশাস্ত্র মতে, চন্দ্র সবচেয়ে বেশি গতি সম্পন্ন গ্রহ। আর এই গ্রহের চালে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন নানান সময়ে। চন্দ্র বিভিন্ন সময়ে নানান গ্রহের সঙ্গে তৈরি করেন যুতি। তারফলে লাভবান হন অনেকে। তার শুভ, অশুভ ফলও অনেকেরই জীবনে পড়তে থাকে। এবার চন্দ্র, গুরু বৃহস্পতির সঙ্গে মিলে তৈরি করতে চলেছেন গজকেশরী যোগ। ২৪ ঘণ্টার মধ্যেই রয়েছে এই গজকেশরী যোগ। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন।
বৃষ
গজকেশরী রাজযোগের ফলে লক্ষ্মীর কৃপায় বহুবিধ লাভ হবে বহু রাশির জাতক জাতিকারা, তাদের মধ্যে অন্যতম বৃষ। সব কাজে মায়ের সঙ্গত পাবেন। এরসঙ্গে জীবনে নানান রকমের খুশি আনন্দ আসবে। কেরিয়ারে তুলকালাম প্রগতি দেখতে পাবেন। সমাজে বাড়বে মান সম্মান। বহু কাজে পাবেন সাহস। সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
কন্যা
বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সংসারে আসবে টাকা পয়সা। বহু দিনের চিন্তা ঝুট ঝামেলা থেকে পাবেন মুক্তি। দীর্ঘ দিন ধরে আপনি যে প্রজেক্ট নিয়ে টেনশন করছেন, তাতে পাবেন সাফল্য। গাড়ি, সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। মা লক্ষ্মীর কৃপায় টাকার সমস্যা মিটবে। সন্তানের দিক থেকে চলে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি।
মকর
এই রাশির জাতক জাতিকারা বাম্পার লাভ পাবেন নানান দিক থেকে। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। এই গজকেশরী যোগের ৫৪ ঘণ্টায় কোনও শুভ ফল পেতে পারেন। জীবনে আসা সমস্যা কেটে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। মা বাবার সম্পূর্ণ সমর্থন পাবেন। লক্ষ্যপ্রাপ্তি সম্পন্ন হবে। বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পরবেন।
২০ এপ্রিল কখন রয়েছে এই যোগ?
২০ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। সেখানে তিনি ২৩ এপ্রিল পর্যন্ত থাকবেন। গুরু রয়েছেন বৃষ রাশিতে। যেখানে দৃষ্টি দিচ্ছেন মকর। তারফলে তৈরি হতে চলেছে রাজযোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)