বর্তমানে ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা বাড়ছে। ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। আর এবার শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে ফেলতে গিয়ে নিজেই পুলিশের জলে ধরা পড়ল এক প্রতারক। আসলে সাইবার থানার এক পুলিশ অফিসারকে ফোন করে ফেলেছিল ওই প্রতারক। এরপর পুলিশ অফিসারকে সে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা করে। কিন্তু, শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়ে প্রতারক। ঘটনাটি বাঁকুড়া সাইবার থানার। ধৃতের নাম শেখ শাহরুখ। তাঁকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করেছে বাঁকুড়া সাইবার থানার পুলিশ। (আরও পড়ুন: সময়টা ভালো যাচ্ছে না ইলন মাস্কের, একদিনে টেসলার শেয়ার দর পড়ল ১৫ শতাংশ)
আরও পড়ুন: ‘সাইবার সেলে দুটি নতুন পদ তৈরি করা হচ্ছে’, নারীদিবসে ঘোষণা করলেন পুলিশ কমিশনার
সূত্রের খবর, সম্প্রতি ওই অফিসার থানায় থাকার সময় অচেনা একটি নম্বর থেকে ফোন পান। ফোনের ওপারে থাকা ব্যক্তি ছিলেন হিন্দিভাষী এবং নিজেকে শুল্ক দফতরের আধিকারিক বলে পুলিশ অফিসারের কাছে পরিচয় দিয়েছিলেন। তবে যখনই ওই ব্যক্তি নিজেকে আধিকারিক পরিচয় দেন তখন পুলিশ অফিসারের বিষয়টি বুঝতে দেরি হয়নি। এরপর ওই ব্যক্তি পুলিশ অফিসারকে জানান, যে তাঁর আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করে বিদেশে মাদক পাচার করা হয়েছে। ওই ব্যক্তি জানান, টাকা না পাঠালে সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। এর কিছুক্ষণ পরেই পুলিশ অফিসারকে ভিডিয়ো কল করে প্রতারক। সে ফোনে ডিজিটাল অ্যারেস্টের কথা জানালে শেষ পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ্যে আনেন পুলিশ অফিসার। তখনই সঙ্গে সঙ্গে প্রতারক ফোন কেটে দেয়। (আরও পড়ুন: ট্যাংরা-হালতুর পুনরাবৃত্তি, আত্মঘাতী লেকচারার ও তাঁর স্ত্রী, মিলল ২ সন্তানের দেহ)
আরও পড়ুন: দিলীপের ঢাল হয়ে তথাগতকে জবাব তরুণজ্যোতির, প্রকাশ্যে বিজেপির অন্দরের বিরোধ
পুলিশ অফিসার জানান, তিনি প্রতি মাসে অনলাইনে ওষুধ অর্ডার করে থাকেন। সেই সূত্রেই হয়তো প্রতারকরা তাঁর নম্বর পেয়েছে। এরপরে পুলিশ তদন্ত নামে। বিভিন্ন কলের সূত্র ধরে শেখ শাহরুখের নাম জানতে পারে। এরপরে মহারাষ্ট্র তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, এই ধরনের প্রতারণা চক্রের অন্যতম পান্ডা শাহরুখ। তাকে জেরা করে আরও কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দি রয়েছে। ইতিমধ্যেই, ওইসব সংশোধনাগারে গিয়ে চক্রের সদস্যদের হেফাজতে নিতে বাঁকুড়া পুলিসের একটি দল রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি জানিয়েছন, শেখ শাহরুখকে জেরা করে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে। বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।