দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহে এবার একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। এই অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রসঙ্গে ‘যোগ্য’ দের তালিকা! চিঠি গেল DIদের কাছে, আন্দোলনরতরা কী বলছেন?
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ইন্টারভিউয়ের জন্য কোনও তালিকা প্রকাশ করা হয়নি। তারপরেও অতিথি শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এখানেই দুর্নীতির ছায়া দেখছেন ছাত্র-ছাত্রীরা। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে বিশ্ববিদ্যালয়ের অফিসে উপাচার্য রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, বিজেপির ছত্রছায়ায় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পছন্দের প্রার্থীদের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করছেন। তারজন্য কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম। তিনি জানিয়েছেন, কোনওরকমের দুর্নীতি হয়নি। উপাচার্য জানিয়েছেন, আবেদনের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল। পরে সেই তালিকা ওয়েবসাইটেও দেওয়া হয়েছিল। তবে তা একটু দেরি হয়েছিল। কিন্তু, গোটা বিষয়ে কোনওরকমের দুর্নীতি নেই। একেবারে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বলে তিনি জানান। উপাচার্য জানান, তালিকা যাচাই বাছাইয়ের পর শর্ট লিস্ট করা হয়েছে। সেই তালিকা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে।
অন্যদিকে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ঠিকই। কিন্তু, কোনওরকমের তালিকা প্রকাশ করা হয়নি। কারা ইন্টারভিউ দিতে আসবেন সেটা উল্লেখ করা হয়নি। ফলে কারা যোগ্য কারা অযোগ্য সেটা দেখার জন্য দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কোনও উত্তর দিতে পারেননি রেজিস্ট্রার। এরপরেই পড়ুয়ারা বিক্ষোভ করেন। তাঁদের দাবি, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।