বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীদের। অভিযোগ, সেই খবর সামনে আসতেই শিক্ষিকার বাড়িতে চড়াও হন পাওনাদাররা। তাঁদের অভব্য আচরণের পরে আত্মহত্যার চেষ্টা করলেন ক্যানিংয়ের এক শিক্ষিকা। জানা যায়, শিক্ষিকা তাঁদের কাছে টাকা ফেরত দেওয়ার জন্য সময় চাইলেও তাতে রাজি হননি পাওনাদাররা। উলটে শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারপরেই এই পদক্ষেপ করেন ওই শিক্ষিকা।
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে চাকরি হারানোর পর আইনি পথ আছে একটাই! কী বলছেন আইনজীবীরা?
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশি করে ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন শিক্ষিকা। তার আগে তিনি একটি নোট লেখেন। সেই নোটে বেশ কয়েকজনের নাম রয়েছে, তাঁরা সকলেই পাওনাদার বলে দাবি পরিবারের। এদিকে, এই ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকাকে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শিক্ষিকা একাধিক জনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পাড়ার সিভিক ভলান্টিয়ার থেকে আরও অনেকের কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা তিনি শোধ করতে পারেননি।বৃহস্পতিবার যখন সুপ্রিম কোর্টের রায় সামনে আসে তখন পাওনাদাররা একে একে তাঁর বাড়িতে হাজির হয়ে টাকা দাবি করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক থেকেও লোন নিয়েছিলেন শিক্ষিকা। ২০১৬ সালের এসএসসিতে চাকরি পেয়েছেন তিনি। তবে পুরো প্যানেল বাতিল হতেই তাঁর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কয়েকজন পাওনাদার তাঁর বাড়িতে এসে গালিগালাজ করেন। পরিবারের দাবি, অপমান এবং চাকরি হারানোর চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে তিনি বেশি পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট রায়ে জানিয়ে দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শুরু করতে হবে। যাঁরা প্রশ্নাতীতভাবে অযোগ্যদের তালিকায় আছেন, তাঁরা সেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও, বেতন বাবদ পাওয়া পুরো টাকা ফেরত দিতে হবে। যাঁরা নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই তাঁরা নতুন প্রক্রিয়ায় বসার জন্য বয়সের ছাড়ের সুবিধা পাবেন। দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই এমন প্রার্থীদের বেতনও ফেরাতে হবে না।
সুইসাইড প্রিভেনশনস ইন্ডিয়া ফাউন্ডেশন: 8047096367
লাইফলাইন ফাউন্ডেশন: 9088030303
আইকল: 9152987821
ওয়ানলাইফ ফাউন্ডেশন: 7893078930
স্যামারিটানস: 8422984528
শুশ্রূষা কাউন্সেলিং: 9422627571
মন টকস: 8686139139
স্নেহ ফাউন্ডেশন: +9144-24640050