পিছতে পিছতে একেবারে ব্যাটিং অর্ডারের সাতে। ঋষভ পন্তের মতো আগ্রাসী ব্যাটার কেন আইপিএলের মতো টুর্নামেন্টে উপরের দিকে ব্যাট করতে নামছেন না, সেটাই বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞরা। পন্ত পরিচিত ফর্মে নেই, সেটা মেনে নিচ্ছেন সকলেই। তবে আড়ালে লুকিয়ে থেকে ছন্দে ফেরা যায় না, এই সহজ সত্যিটা কেন ঋষভ বুঝতে পারছেন না, সেটা ভেবেই অবাক পণ্ডিতরা।
জাতীয় দলে পন্তের সঙ্গে টেস্ট খেলা চেতেশ্বর পূজারা অবশ্য বিষয়টিকে অন্যভাবে দেখছেন। পূজারাও চান পন্ত উপরের দিকে ব্যাট করুন। তবে তাঁর মনে হয়েছে যে, ঋষভ হয়তো ধোনির মতো হওয়ার চেষ্টা করছেন। হয়তো পরের দিকে নেমে ফিনিশারের ভূমিকা নিতে চাইছেন। তবে পূজারা এক্ষেত্রে পন্তকে সতর্ক করে দেন এই বলে যে, ধোনির পর্যায়ে পৌঁছনো সহজ নয়।
আরও পড়ুন:- জলে গেল মেহেদির ‘১০ উইকেট’, জিম্বাবোয়ের কাছে হেরে পচা শামুকে পা কাটল বাংলাদেশের
ইএসপিএন-ক্রিকইনফোর আলোচনায় পূজারা বলেন, ‘আমি সত্য়িই বুঝতে পারছি না এর পিছনে ভাবনাটা কী! তবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, পন্তের উপরের দিকে ব্যাট করা উচিত। ধোনি যেটা করে, পন্ত সেটাই করতে চাইছে। তবে ও এখনও সেই লেভেলের কাছাকাছিও পৌঁছয়নি। আমি এখনও মনে করি যে, পন্ত এমন একজন, যার ৬ থেকে ১৫ ওভারের মাঝে ব্যাট করা উচিত। ও কোনওভাবেই ফিনিশার নয়। তাই অন্যের মতো কাজ করার চেষ্টা অমূলক।’
উল্লেখ্য, মঙ্গলবার একানা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঋষভ পন্ত সাত নম্বরে ব্যাট করতে নামেন। ঋষভ যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন ইনিংসে মাত্র ২টি বল বাকি ছিল। সেই ২ বল খেলে পন্ত কোনও রান সংগ্রহ করতে পারেননি। মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
যদিও দিল্লির বিরুদ্ধে ঋষভ পন্ত আগে ব্যাট করতে নামতে চাইছিলেন বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। কেননা ডাগ-আউটে তাঁকে রীতিমতো বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। লখনউ টিম ম্যানেজমেন্ট পন্তের আগে আবদুল সামাদ, ডেভিড মিলার এমনকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আয়ুষ বাদোনিকেও ব্যাট করতে পাঠায়।
আইপিএল ২০২৫-এ পন্তের ব্যক্তিগত পারফর্ম্যান্স
পন্ত চলতি আইপিএলে এখনও পর্যন্ত আটটি ইনিংসে ব্যাট করে মোটে ১০৬ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় মাত্র ১৩.২৫। ঋষভের স্ট্রাইক-রেট মোটে ৯৬.৩৬। অর্থাৎ, বল পিছু ১ রান করেও সংগ্রহ করতে পারেননি তিনি। আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত মোটে ৮টি চার ও ৫টি ছক্কা মেরেছেন পন্ত। হাফ-সেঞ্চুরি করেছেন মাত্র ১টি।