বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানো হচ্ছে। বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পয়লা বৈখাখের ‘শুভনন্দন’ জানিয়েছেন। বিজেপি একেবারে ঢাক বাজিয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে। তবে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে পিছিয়ে নেই সিপিএমও। তবে কিছুটা অন্য়রকমভাবে ।
বলা ভালো পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজেদের শিল্প প্রতিভা একেবারে উজাড় করে দিয়েছে বঙ্গ সিপিএম। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে সিপিএম। সেখানে দেখা যাচ্ছে তাদের কাস্তে হাতুড়ির প্রতীকটা রয়েছে। কিন্তু সেই কাস্তেটা আচমকাই ১ এর রূপ ধারণ করেছে। তবে সঙ্গের হাতুড়িটা যথাযথই রয়েছে। আর তার নীচে লেখা ‘লা বৈশাখ এর শুভেচ্ছা’।
এক্স হ্যান্ডেলে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে সিপিএম। আর সেখানেই এই অভিনব কারিকুরি। তবে সিপিএমের এই শুভেচ্ছা দেখে মুখ টিপে হাসছেন অনেকের। অনেকের মতে, রাজ্যে এখন সিপিএম কার্যত শূন্য। ক্ষমতা একেবারে তলানিতে। নানাভাবে আন্দোলন করে নিজেদের অস্তিত্ব বজায় রাখার মরিয়া চেষ্টা চালায় সিপিএম। কিন্তু কাজের কাজ বিশেষ কিছু হয় না। তবে পয়লা বৈশাখে আচমকা তাদের প্রতীকে থাকা কাস্তে ১ এর রূপ ধারণ করেছে। এটা কিছুটা হলেও কি আশা জাগাচ্ছে সিপিএমের সাধারণ কর্মীদের মনে? ইতিমধ্য়েই নেটপাড়ায় এনিয়ে অনেকেই ঠাট্টা করতে শুরু করেছেন।