Viral Ghibli Trend: নেটদুনিয়া জুড়ে এখন শুধু জিবলি আর্টের ট্রেন্ড। কিন্তু যিনি প্রথম শুরু করেন এই ট্রেন্ড, তাঁর নাম গ্র্যান্ট স্ল্যাটন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ব্যক্তি সিয়াটলে থাকেন তার স্ত্রী ও এক পোষ্যের সঙ্গে। সিএনবিসিটিভি১৮-এর রিপোর্ট অনুযায়ী, গ্র্যান্ট প্রথম নেট দুনিয়ায় পোস্ট করেন তাঁর জিবলি ইমেজ।
আরও পড়ুন — Studio Ghibli Art: ১ ঘণ্টায় রেকর্ড গড়ল চ্যাটজিপিটি! জিবলি আর্টে ভর করেইবাঁধভাঙা ইউজার পেলেন স্যাম
সম্প্রতি চ্যাটজিপিটি তার ইমেজ জেনারেশন টুলকে আপগ্রেড করেছে। আর এই টুল আপগ্রেড করার পরই গ্র্যান্ট তাঁর ও তাঁর স্ত্রী ও পোষ্যের একটি জিবলি ইমেজ তৈরি করেন। পরে সেটি পোস্ট করেন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। এক্সের তথ্য বলছে, ২৬ মার্চ রাত দুটোর সময় ছবিটি পোস্ট করা হয়। রিপোর্টের দাবি, তার পর থেকেই ব্যাপক ভাইরাল হতে শুরু করেছে জিবলি ট্রেন্ড। সকলেই এআই অ্যাপের মাধ্যমে জিবলি ইমেজ বানিয়ে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন।
পেশায় ইঞ্জিনিয়ার হলেও গ্র্যান্ট পোষ্যপ্রেমী। অবসর সময়ে তিনি তাঁর পোষ্য ও স্ত্রীর সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন। সম্প্রতি জিবলি ইমেজেও দেখা গিয়েছে তাঁর সেই ভালো লাগার ছবি। কোনও এক ছুটির মুহূর্তই জিবলি ফিল্টারে তুলে ধরেছেন তিনি।