আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। পরীক্ষার্থীরা কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সেই লিঙ্ক ‘অ্যাকটিভ’ হয়েছে। সেইসঙ্গে Digilocker থেকেও ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে।
ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট দেখবেন কীভাবে?
১) আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পড়ুয়াদের।
২) যে পেজ খুলবে, সেখানে Course আছে। সেখান থেকে ICSE অথবা ISC বেছে নিতে হবে। তারপর UID, Index No এবং Captcha দিতে হবে। তারপর 'Show Result'-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) স্ক্রিনে আইসিএসই বা আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখাবে। ‘Print Result’ করে ভবিষ্যতের জন্য ডিজিটাল মার্কশিট রেখে দেওয়া যাবে।
ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক -
(বিস্তারিত পরে আসছে)