ইউজিসি-নেট পরীক্ষার ডিসেম্বর সেশনের প্রাথমিক অ্যানসার কি প্রকাশ করা হল। সেইসঙ্গে অ্যানসার কি বা উত্তরপত্র চ্যালেঞ্জের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত। যতগুলি প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করবেন, তত টাকা দিতে হবে। প্রতিটির জন্য ২০০ টাকা লাগবে। আর সেই টাকা জমা দেওয়ার শেষ তারিখও হচ্ছে ৩ ফেব্রুয়ারি (সন্ধ্যা ৬ টা পর্যন্ত)। তাই দ্রুত ইউজিসি-নেট পরীক্ষার ডিসেম্বর সেশনের অ্যানসার কি দেখে নিন। আর কোনও অ্যানসার কি চ্যালেঞ্জ করতে হবে কিনা, তাও প্রার্থীদের দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কীভাবে UGC-NET পরীক্ষার অ্যানসার কি চ্যালেঞ্জ করতে হবে?
১) UGC-NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-তে যান।
২) হোমপেজেই 'LATEST NEWS' আছে। সেখানে 'UGC-NET Decemeber-2024: Click Here for Answer Key Challenge' দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
৩) নতুন পেজ খুলে যাবে। নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে 'Submit' করুন।
৪) নতুন যে পেজ খুলে যাবে, তাতে পরপর 'কোয়েশ্চেন আইডি' দেখতে পারেন। প্রশ্নের পাশেই 'Correct Option (S)' কলামের মধ্যে যে অপশন থাকবে, সেটা সঠিক উত্তর। আপনি যদি চ্যালেঞ্জ করতে চান, তাহলে যে অপশনটা আপনার সঠিক বলে মনে হচ্ছে, সেটার পাশে থাকা চেকবক্সে ক্লিক করুন।
৫) 'Choose File'-তে গিয়ে নিজের পছন্দের অপশনের স্বপক্ষে কোনও ফাইল আপলোড করতে পারবেন। তারপর স্ক্রিনের নীচের দিকে নেমে 'Submit and Review Claims' করুন।
৬) 'Final Submit'-তে ক্লিক করুন। তারপর 'Pay Now' করে টাকা দিতে হবে। প্রতিটি চ্যালেঞ্জের জন্য ২০০ টাকা লাগবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে সেই টাকা দিতে পারবেন।
UGC-NET পরীক্ষা
এমনিতে ইউজিসি-নেটের ডিসেম্বর সেশনের পরীক্ষা হয়েছে ৮৫টি বিষয়ে। দেশের বিভিন্ন শহরে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে ৩ জানুয়ারি, ৬ জানুয়ারি, ৭ জানুয়ারি, ৮ জানুয়ারি, ৯ জানুয়ারি, ১০ জানুয়ারি, ১৬ জানুয়ারি, ২১ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি পরীক্ষা হয়েছে।
অ্যানসার কি প্রকাশ
আর তারপর আজ প্রাথমিক অ্যানসার কি বা উত্তরপত্র প্রকাশ করা হল। যে উত্তরপত্রের মাধ্যমে মোটামুটি একটা আভাস পাবেন যে ডিসেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষায় কত নম্বর পেতে পারেন। কত পেতে পারেন, সেটা বোঝা যাবে চূড়ান্ত অ্যানসার কি প্রকাশিত হলে।