শেষমেশ সত্যি হল সম্ভাবনা। চলতি মরশুমের মাঝপথেই গতবার দলকে চ্যাম্পিয়ন করানো আরও এক তারকাকে দলে ফেরাল কলকাতা নাইট রাইডার্স। যদিও এই তারকা কেকেআরের কোচিং স্টাফের দলের।
আইপিএলের আঙিনা ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক নায়ার। টিম ইন্ডিয়ার চাকরি খুইয়ে বাড়িতে বসে থাকতে হল না তাঁকে। তিনি পুনরায় ফিরে এলেন আইপিএলের আসরে। অন্য় কোনও ফ্র্যাঞ্চাইজিতে নয়, বরং ঘরের ছেলে ফিরলেন কেকেআরের ঘরে। মরশুমের মাঝপথেই নায়ারকে সাপোর্ট স্টাফের দায়িত্ব দিয়ে শিবিরে ফেরাল কলকাতা নাইট রাইডার্স।
নায়ার ইতিমধ্যেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। শনিবার ইডেনে নাইট রাইডার্সের অনুশীলনেও হাজির থাকার কথা তাঁর। নায়ার কেকেআরে ফিরতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে চলতি মরশুমেই তিনি ফের নাইট রাইডার্স শিবিরে ফিরে আসবেন, এতটাও আশা করা যায়নি। কেকেআর তাঁকে মরশুমের মাঝেই পুনরায় ডেকে নেয় কোচিং স্টাফের দলে।
কেকেআরের কোচিং স্টাফ হিসেবে আইপিএলে নজরকাড়ার পুরস্কার পেয়েছিলেন অভিষেক নায়ার। তিনি জাতীয় দলে হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী নিযুক্ত হন। তবে ভারতীয় বোর্ডের সঙ্গে নায়ারের চুক্তি দীর্ঘস্থায়ী হয়নি। তাঁকে গম্ভীরের সাপোর্ট স্টাফের দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
আরও পড়ুন:- ম্যাচ জয়ের শতকরা হারে IPL-এর সেরা ক্যাপ্টেন কে? ধোনিকে তাড়া করছেন হার্দিক-শ্রেয়স
কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই আইপিএল ২০২৫-এ অর্ধেক লিগ অভিযান শেষ করেছে। ৭টি ম্যাচের মধ্যে মোটে ৩টি ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুতরাং, কেকেআরের পরিস্থিতি নিতান্ত মন্দ না হলেও খুব ভালো বলা যাবে না। তারা আপাতত লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে। এখন দেখার যে, নায়ার শিবিরে ফেরার পরে কেকেআরের ভাগ্য ফেরে কিনা। উল্লেখ্য, আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে গতবারের চ্যাম্পিয়ন দলের অনেক ক্রিকেটারকেই স্কোয়াডে ফেরায় কেকেআর। এবার পুরনো সাপোর্ট স্টাফকেও ফিরিয়ে আনল কলকাতা।
কেকেআরের আইপিএল ২০২৫ অভিযান
১. ইডেনের প্রথম ম্যাচে আরসিবির কাছে পরাজিত হয় কেকেআর।