১৯তম ওভারে বল করতে এসে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারে একেবারে আগুন লাগিয়ে দেন যুজবেন্দ্র চাহাল। ওভারের শেষ পাঁচ বলে তিনি যেন বিধ্বংসী মেজাজে ঝড় তোলেন। চার জন্য ব্যাটারকে ফেরান সাজঘরে। একই সঙ্গে করেন হ্যাটট্রিকও। সেই সঙ্গে পঞ্জাব কিংসের স্পিনার গড়ে ফেলেন একাধিক নজির।
যুজবেন্দ্র চাহালের আইপিএলে বোলিং রেকর্ড বেশ নজর কাড়া। বুধবার (৩০ এপ্রিল) সিএসকে-র বিরুদ্ধে তিনি তাঁর আইপিএলের মুকুটে নতুন করে আরও কিছু পালক যোগ করলেন। এদিন ইতিহাস লিখে ফেললেন যুজি।
১৯তম ওভারে যুজি ঝড়
১৯তম ওভারে বল করতে আসার আগে, যুজি ২ ওভার বল করেছিলেন। ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। এমন কী ১৯তম ওভারের প্রথম বলটিই তিনি ওয়াইড করেন। অতিরিক্ত বলে লম্বা ছক্কা হাঁকান ধোনি। কিন্তু এর পরের বলেই ধোনিকে সাজঘরে ফেরান যুজবেন্দ্র চাহাল। ৪ বলে ১১ করে নেহাল ওয়াধেরাকে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধোনি। তৃতীয় বলে ২ রান দীপক হুডা। এর পরের তিন বলে তিনটি উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল।
চতুর্থ বলে দীপক হুডা (২ বলে ২) ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। অংশুল কম্বোজকে (১ বলে ০) বোল্ড করেন চাহাল। অংশের মতো গোল্ডের ডাক করে চাহালের শিকার হন নুর আহমেদ। তিনি মার্কো জানসেনকে ক্যাচ দেন।
সিএসকে-র বিরুদ্ধে এই প্রথম কোনও বোলার হ্যাটট্রিক করলেন। এই নিয়ে যুজি নিজের আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় বার হ্যাটট্রিক করে যুবরাজ সিং-এর নজির ছুঁলেন। তাঁর আগে এখন শুধু রয়েছেন অমিত মিশ্র। তিনি তিন বার আইপিএলে হ্যাটট্রিক করে এই তালিকার শীর্ষে রয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ইন্ডিয়া অ্যান্ড পাঞ্জাব কিংসের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০২৫ সালের আইপিএলের ৪৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর বিপক্ষে চাহাল এই কৃতিত্ব অর্জন করেন। চাহাল তার তৃতীয় ওভারে চারটি উইকেট তুলে নেন এবং সিএসকে-র বিরাট পতন ঘটান।
দীপক হুদা, আনশুল কাম্বোজ এবং নূর আহমেদ হলেন তিন ব্যাটসম্যান, যারা চাহালের শিকার হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছিলেন। তিন ওভারে তিনি ৪/৩২ নিয়ে শেষ করেন, যার ফলে সিএসকে ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায়। ইনিংসের ১৯তম ওভারে চাহাল বল করতে আসেন, যখন অধিনায়ক শ্রেয়স আইয়ার তাকে এমএস ধোনির বিপক্ষে বল করান।