ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে স্যান্ড রয়েছে। ওয়াংখেড়েতে রয়েছে সচিন-গাভাসকরের নামাঙ্কিত স্ট্যান্ড। সেই তালিকায় যোগ হয়েছে রোহিত শর্মার নামও। কোটলায় বিরাট কোহলির নামে স্ট্যান্ড রয়েছে। সুতরাং, সুপারস্টার ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি জানাতে স্টেডিয়ামে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার ছবি দেখা যায় বিশ্বের সর্বত্রই। তবে এবার উল্টো ছবি চোখে পড়তে চলেছে উপ্পলে।
আইপিএল ২০২৫-এর মাঝেই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ, সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠ থেকে মুছে যেতে চলেছে মহম্মদ আজহারউদ্দিনের নাম। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের নাম নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এমনকি এও বলা হয়েছে যে, সংশ্লিষ্ট স্ট্যান্ডের টিকিটেও আজহারের নাম ছাপানো যাবে না।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই মর্মে আদেশ দিয়েছেন এইচসিএ-র ন্যায়পাল তথা এথিক্স অফিসার বিচারপতি ভি এশ্বরিয়া। লর্ডস ক্রিকেট ক্লাবের দায়ের করা পিটিশনের নিরিখেই এমন আদেশ দেন তিনি। ২৫ পাতার আদেশনামায় হায়দরাবাদ ক্রিকেট সংস্থার ওম্বাডসম্যান স্পষ্ট জানান যে, নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডে আজহারউদ্দিনের নাম খোদাই স্বর্থের সংঘাতের মধ্যে পড়ে। আজহার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই নাকি এমন সিদ্ধান্ত নেন।
কেন এই সিদ্ধান্ত?
প্রাথমিকভাবে উপ্পলের নর্থ প্যাভিলিয়নের নাম ছিল ভিভিএস লক্ষ্মণ প্যাভিলিয়ন। লক্ষ্মণের অবসরের পরে ২০১২ সালে গ্যালারির এই অংশের নামকরণ করা হয়। পরে ২০১৯ সালে আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভপতি হলে স্ট্যান্ডটির নামকরণ করা হয় তাঁর নামে এবং সেটি উদ্বোধন করেন ভিভিএস লক্ষ্মণ।
স্টেডিয়ামে ভারতীয় দলের সাজঘরের সামনে ভিভিএস লক্ষ্মণের ছবি লাগানো ছিল। আজহারের জমানায় সেটি সরিয়ে ফেলা হয় এবং সেই জায়গায় তৎকালীন এইচসিএ সভাপতি আজহারউদ্দিনের একটি ছবি লাগানো হয়। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি সংস্থার অনেক সদস্যই। তার পরেই আজহারের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়। আজাহরউদ্দিন অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন নিজের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ তোলা হয়। শেষমেশ সেই অভিযোগ যথার্থ বলে মনে হয় হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসারের।
উল্লেখ্য, একদা ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাসনের মুখেও পড়তে হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনকে। তবে তিনি দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হয়ে নির্বাসনের আওতা থেকে বেরিয়ে আসেন। পরে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতিও হন টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক।
আজহারউদ্দিনের আন্তর্জাতিক কেরিয়ার
আজহার ভারতের হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ৬২১৫ ও ওয়ান ডে ক্রিকেটে ৯৩৭৮ রান করেছেন তিনি। দুই ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি শতরান রয়েছে আজহারউদ্দিনের।