হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে নিয়ে কড়া পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। জানা যাচ্ছে বাংলার রাজ্য সংস্থাটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) একটি কঠোর চিঠি পাঠিয়েছে, যেখানে তারা হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে নিয়ে তাদের কঠিন পদক্ষেপের কথা জানিয়েছে।
একটি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে সিএবি-র তরফ থেকে বলা হয়েছে হর্ষ ভোগলে ও সাইমন ডুল যেন ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচে ধারাভাষ্য না দিতে পারেন। এই বিষয়ে বোর্ডের কাছে সিএবি-র তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে এই অবাক করা ঘটনা সামনে এসেছে। RevSportz-র তরফ থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন … ভিডিয়ো: তোর কোচকেও আমি চিনি… হরপ্রীত ব্রারকে কি পঞ্জাবি ভাষায় ধমক দিলেন বিরাট কোহলি?
এই পদক্ষেপের পিছনের আসল কারণ হল, ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিয়ে ওই দুই ধারাভাষ্যকারের তীব্র সমালোচনা। CAB সাফ জানিয়ে দিয়েছে, সুজন মুখোপাধ্যায় কোনও ভুল করেননি এবং তিনি কেবলমাত্র BCCI-র নির্দেশিকা মেনেই উইকেট প্রস্তুত করছেন। নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি পিচের চরিত্র নির্ধারণে হস্তক্ষেপ করতে পারে না। সেই নিয়ম অনুসারেই কাজ করেছেন সুজন মুখোপাধ্যায়।
আরও পড়ুন … গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে?
সাইমন ডুল একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বলেছিলেন, যদি সুজন মুখোপাধ্যায় ‘অবাধ্যতা’ চালিয়ে যান, তাহলে কেকেআর-এর কলকাতা থেকে নিজেদের হোম বেস সরিয়ে নিয়ে যাওয়া উচিত। হর্ষ ভোগলেও এই সময়ে সুজন মুখোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। এরপরেই সমালোচনার ঝড় ওঠে। নানা দিক থেকে ইডেনের পিচ কিউরেটরের উপর চাপ তৈরি হতে থাকে। তবে নিজের দায়িত্ব থেকে এক পা সরে জাননি সুজন মুখোপাধ্যায়। তিনি নিজের কাজ চালিয়ে যান।
আরও পড়ুন … ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি? দেখুন ভিডিয়ো
এদিকে এবার সুজন মুখোপাধ্যায়ের পাশে দাঁড়াল সিএবি। বিসিসিআই-কে এই চিঠি দেওয়ার কারণ হল সিএবি বুঝিয়ে দিল য়ে তারা কোনও ভাবেই সুজন মুখোপাধ্যায়ের সমালোচনা সহ্য করবে না। এখন দেখার BCCI এই চিঠির উত্তরে কী জবাব দেয়।
যদিও BCCI এখনও এই চিঠির আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে নিশ্চিত যে হর্ষ ভোগলে এবং সাইমন ডুল সোমবার কেকেআর বনাম গুজরাট টাইটান্স (GT) ম্যাচে ইডেনে থাকছেন না। তবে যা দেখার, তা হল— এই দু’জনকে কি আর ইডেনে ধারাভাষ্যের দায়িত্ব দেওয়া হবে কি না। কারণ এখানেই ২৫ মে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে।