কেন উইলিয়ামসন সেই ক্রিকেটারদের মধ্যে একজন, যারা সব সময়েই বেশ চুপচাপ গম্ভীর হয়ে থাকেন। এবং তাঁদের মনে কী চলছে, তা বোঝা কঠিন। তবে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচের সময়ে একটি বিরল ঘটনা ঘটে গেল। ম্যাচের প্রথম ইনিংসে ভারতের ব্যাটের সময়ে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একটি জোরালো শটে নেচেকুদে, বলে লাথি মেরে একাকার কাণ্ড করে বসলেন কেন উইলিয়ামসন। এমনটা উইলিয়ামসনের চরিত্রের সঙ্গে ঠিক যায় না।
হার্দিকের শট থামাতে নেচেকুদে একশা দশা করলেন কিউয়ি তারকা
ঘটনাটি ঘটে ৪৫তম ওভারের পঞ্চম বলে। উইল ও'রোরকের একটি ভালো লেন্থে বল করেছিলেন। সেই বলে কিছুটা বাড়তি বাউন্স ছিল। হার্দিক পান্ডিয়া এই বলে বেশ জোরালো শট খেলেন। তবে এটি সরাসরি ব্যাকওয়ার্ড পয়েন্টে উইলিয়ামসনের কাছে চলে যায়। বলটি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক থামাতে গেলে, সজোরে তা হাতে লাগে। যন্ত্রণায় লাফিয়ে ওঠেন উইলিয়ামসন। বল ছেড়ে নেচেকুদে একাকার কাণ্ড করেন তিনি।
আরও পড়ুন: চেজের সময় সর্বোচ্চ শতরান, সপ্তম ভারতীয় হিসেবে ৩০০ ODI বিরাটের, রইল আরও রেকর্ড
আসলে কিউয়ি তারকা হাতে বেশ জোরেই ব্যথা পেয়েছিলেন। তবে তিনি যেভাবে নেচেছেন এবং বলে লাথি মেরেছেন, সেই কাণ্ড দেখে নেটপাড়া হেসে খুন। আর তাঁর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। এর আগে কখনও এমন মজাদার কাণ্ড ঘটাতে দেখা যায়নি উইলিয়ামসনকে।
আরও পড়ুন: চেনা ছন্দে নেটে অনুশীলন শুরু, কবে ২২ গজে ফিরতে চলেছেন বুমরাহ? মিলল ইঙ্গিত
এই ঘটনার আগে হার্দিক পান্ডিয়া এবং কেন উইলিয়ামসনকে দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেকে একে অপরের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে। আড্ডাটি বন্ধুত্বপূর্ণ বলেই মনে হয়েছে। আসলে গুজরাট টাইটান্সের প্রাক্তন সতীর্থরা খেলার মাঝেই চাপ কমাতে হাল্কা মেজাজে হাসিঠাট্টা করছিলেন।
দুর্দান্ত এক ক্যাচ নেন উইলিয়ামসন
তবে, কিছুক্ষণ পরেই ৪৫.৫ ওভারে কেন উইলিয়ামসন ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি চমকপ্রদ ক্যাচ নিয়ে রবীন্দ্র জাদেজাকে ১৬ রানে সাজঘরে ফেরত পাঠান। ম্যাট হেনরির একটি ব্যাক-অফ-লেন্থ ডেলিভারি সুন্দরভাবে পয়েন্টের দিকে খেলেন জাদেজা। তবে কিউয়ি তারকা বাঁ-দিকে লাফিয়ে এক হাতে জাদেজার ক্যাচটি নেন। নিঃসন্দেহে দুরন্ত ক্যাচ।
ভারতের ইনিংস
রবিবার দুবাইয়ে গ্রুপ এ-এর লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। কিউয়ি বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করেন। যার নিটফল, ৫০ ওভারে ভারত ৯ উইকেটে মাত্র ২৪৯ রান করতে সক্ষম হন। এদিন ভারতীয় টপ অর্ডারের তিন তারকা কেউই রান পাননি। শুভমন গিল (২), রোহিত শর্মা (১৫), এবং বিরাট কোহলি (১১) নিরাশ করেছেন। তবে ভারতের মিডল অর্ডার লড়াই করে। শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল চতুর্থ উইকেটে ৯৮ রান যোগ করে ভারতকে অক্সিজেন দেন। শ্রেয়স ৭৯ এবং অক্ষর ৪২ রানের ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার আগ্রাসী ৪৫ রান বড় সম্পদ হয় ভারতের। কিউয়িদের হয়ে স্পিন সহায়ক পিচে মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্য়ান্টনাররা ভালো বল করলেও, পাঁচ উইকেট পান ম্যাট হেনরি।