আইপিএল ২০২৫ মরশুমের ৫১তম ম্যাচটিকে নিয়ে জোর চর্চা চলছে। তার কারণ হলেন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমন গিল। গুজরাট দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে ৩৮ রানে জুরন্ত জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করেছে। তবে এই ম্যাচ চলাকালীন শুভমন গিলকে দু'বার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্পষ্ট ভাবে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। এমন কী তাঁর তর্ক করার একটি ভিডিয়োও প্রকাশিত হয়েছে। এবার এই ম্যাচ চলাকালীন শুভমন গিলের আরও একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় অভিষেক শর্মাকে লাথি মারতে দেখা গিয়েছে।
আম্পায়ারের সিদ্ধান্তের বিরদ্ধে ক্ষোভ
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুভমন গিল ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন। তিনি ৩৮ বলে ৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এই ম্যাচে, যখন গিল রান আউট হন, তখন তাঁকে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
এর পর সানরাইজার্স হায়দরাবাদ দল যখন রান তাড়া করছিল, তখন তাদের ইনিংসের ১৪তম ওভারে অভিষেক শর্মার বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন নাকচ হওয়ার পর ডিআরএস নেওয়া হলে, তৃতীয় আম্পায়ার তাঁকে নটআউট ঘোষণা করেন। সেই সময়েও আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে শুভমন গিলের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে।
অভিষেককে লাথি মারলেন শুভমন
এর পরে, আরও একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে অভিষেক শর্মার দিকে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখা গিয়েছে শুভমনকে। সেই সময়ে টাইম আউট বিরতিতে মাঠে বসে জল খাচ্ছিলেন অভিষেক, তখন তাঁকে এসে লাথি মেরে, ফের ফিরে যেতে দেখা যায় জিটি অধিনায়ককে। তবে, এই সময় গিলের মুখে চওড়া হাসি ছিল। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে, অভিষেকের সঙ্গে মজা করছেন শুভমন গিল। প্রসঙ্গত, যখন গিল ডিআরএস-এর সিদ্ধান্ত নিয়ে মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করছিলেন, তখন অভিষেকই তাঁকে শান্ত করার চেষ্টা করেছিলেন।
অরেঞ্জ ক্যাপের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন গিল
গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমন গিল এবার আইপিএলে বেশ ভালো ছন্দে রয়েছেন। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে মোট ৪৬৫ রান করে ফেলেছেন শুভমন গিল। সেই সঙ্গে এই মরশুমের অরেঞ্জ ক্যাপ তালিকার চতুর্থ স্থানে পৌঁছেছেন তিনি, যেখানে তাঁর ব্যাটিং গড় ৫১.৬৭। তাঁর সংগ্রহে রয়েছে ৫টি অর্ধশতরান। এই তালিকার শীর্ষে রয়েছেন তার সতীর্থ এবং ওপেনিং পার্টনার সাই সুদর্শন, যিনি এই মরশুমে এখনও পর্যন্ত ৫০৪ রান করেছেন।