রবিবার (২০ এপ্রিল) ছিল ডাবল হেডারের ম্যাচ। এদিন প্রথম ম্যাচে পঞ্জাব কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে গোহারান হারায় মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই ম্যাচের পর আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। বড় লাফ দিয়েছেন আরসিবি আর মুম্বই। ধাক্কা খেয়েছে পঞ্জাব কিংস। সিএসকে-র প্লে-অফে ওঠার আশা ক্রমশ ম্লান হচ্ছে। এদিকে পতন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তারা সাতে নেমে গিয়েছে।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ৭ ম্যাচে ৫টি জয়, ২টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৯৮৪)
২) দিল্লি ক্যাপিটালস- ৭ ম্যাচে ৫টি জয়, ২টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৫৮৯)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৮ ম্যাচে ৫টি জয়, ৩টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৪৭২)
৪) পঞ্জাব কিংস- ৮ ম্যাচে ৫টি জয়, ৩টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.১৭৭)
৫) লখনউ সুপার জায়ান্টস- ৮ ম্যাচে ৫টি জয়, ৩টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.০৮৮)
৬) মুম্বই ইন্ডিয়ান্স- ৮ ম্যাচে ৪টি জয়, ৪টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮৩)
৭) কলকাতা নাইট রাইডার্স- ৭ ম্যাচে ৩টি জয়, ৪টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৫৪৭)
৮) রাজস্থান রয়্যালস- ৮ ম্যাচে ২টি জয়, ৬টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৬৩৩)
৯) সানরাইজার্স হায়দরাবাদ- ৭ ম্যাচে ২টি জয়, ৫টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২১৭)
১০) চেন্নাই সুপার কিংস- ৮ ম্যাচে ২টি জয়, ৬টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.৩৯২)
পঞ্জাবের বিরুদ্ধে বদলা কোহলিদের: নিজেদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল কোহলিদের। এর ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই পঞ্জাবের ঘরের মাঠে তাদের হারিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করে পঞ্জাব ৬ উইকেটে ১৫৭ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি।
সিএসকে-কে গোহারান হারাল মুম্বই: ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টস হেরে প্রথম করতে নেমে ৫ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেটে হারিয়ে ২৬ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় মুম্বই।