ভারতের প্রাক্তন স্পিনার আর. অশ্বিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরশুমে তিনি আর চেন্নাই সুপার কিংসের (CSK) কোনও ম্যাচ তাঁর ইউটিউব চ্যানেলে কভার করবেন না।
কী বিতর্ক ঘটেছিল?
CSK-এর একটি ম্যাচ চলাকালীন, দক্ষিণ আফ্রিকার ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রাক্তন অ্যানালিস্ট প্রসন্ন আগোরাম আফগানিস্তানের স্পিনার নূর আহমদকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে বর্ষীয়ান খেলোয়াড়দের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার মতো খেলোয়াড়রা স্কোয়াডে থাকলেও তাঁদের সুযোগ দেওয়া হয়নি। এই ভিডিয়ো পরে সরিয়ে ফেলা হয়, কিন্তু এর মধ্যেই এটা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।
CSK দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চিপকে ২৫ রানে হারের পর দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি জানি না। আমি জানতাম না ওর কোনও চ্যানেল আছে, তাই এসব বিষয়ে আমি কিছুই জানি না। এটা একেবারেই গুরুত্বহীন।’
অশ্বিনের চ্যানেলের তরফ থেকে কী বলা হয়?
রবিবার অশ্বিনের ইউটিউব চ্যানেলে একটি অ্যাডমিন নোট পোস্ট করা হয় যেখানে জানানো হয় যে, তাঁরা এই মরশুমের বাকি সময়ে CSK-এর কোনও ম্যাচের প্রিভিউ বা রিভিউ কভার করবেন না।
আরও পড়ুন … ভিডিয়ো: কোহলিদের ঘুম উড়িয়েছে জসপ্রীতের এই ডেলিভারি! নেটে আগুন ঝরিয়ে দলে ফিরবেন বুমরাহ
নোটটিতে লেখা ছিল, ‘গত এক সপ্তাহ ধরে এই প্ল্যাটফর্মে যেভাবে আলোচনা হয়েছে, তা মাথায় রেখে আমরা সাবধানতা অবলম্বন করছি এবং এই মরশুমের বাকি সময়ে CSK-এর ম্যাচ কভার না করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিভিউ ও রিভিউ—কোনওটাই করা হবে না।’
বিজ্ঞপ্তিতে কী লেখা হয়েছে দেখুন-
আরও পড়ুন … IPL 2025: হর্ষিত রানার ‘ফ্লাইং কিস’ সেলিব্রেশন নিয়ে ফিল সল্টের ঠাট্টা! প্রাক্তনীকে খোঁচা দিলেন KKR তারকা
নোটটিতে আরও লেখা ছিল, ‘আমাদের শো-তে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে, এবং আমরা বরাবরই সেই বহুবিধ মতামতের গুরুত্ব দিয়েছি। তবে আমরা নিশ্চিত করতে চাই যে আলোচনার গুণমান এবং উদ্দেশ্য যেন অটুট থাকে। অতিথিদের মতামত সবসময়ই অশ্বিনের ব্যক্তিগত মত নয়।’
আরও পড়ুন … গিল নয়, রোহিতের পরে টিম ইন্ডিয়ার T20I দলের দায়িত্ব দেওয়া হবে কাকে? কার নাম নিলেন কপিল দেব?