Ab De Villiers on Rajat Patidar: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রজত পাতিদার। আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচের আগে, দলটির কিংবদন্তি খেলোয়াড় এবি ডি'ভিলিয়ার্স এই নতুন দায়িত্বের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। জিও হটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এবি ডি'ভিলিয়ার্স বলেছেন, পতিদারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এত বড় বড় অধিনায়ক যেমন ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি এবং স্বয়ং ডি ভিলিয়ার্সের— উত্তরসূরি হয়ে দায়িত্ব পালন করা।
পতিদারকে গত মাসে আনুষ্ঠানিকভাবে RCB-র নতুন অধিনায়ক ঘোষণা করা হয়। আইপিএলে এবারই প্রথম তিনি দলের নেতৃত্ব পালন করবেন। তবে তিনি আগে থেকেই নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন, কারণ মধ্যপ্রদেশ দলের হয়ে তিনি সব ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এবি ডি'ভিলিয়ার্স বলেন, ‘আমি মনে করি, ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অনিশ্চয়তা। এত বড় অধিনায়কদের জায়গায় এসে অধিনায়কত্ব করা। তার ওপর দলে বিরাট কোহলির মতো বড় মাপের খেলোয়াড় থাকা অবস্থায় বারবার নিজের ওপর সন্দেহ আসবে, ‘আমি কি ঠিক কাজ করছি? বিরাট হলে কী করতেন?’ এই প্রশ্নগুলো ওর সবচেয়ে বড় বাধা হতে পারে।’
আরও পড়ুন … SRH Possible First XI: ইশান কি তিন নম্বরে নামবেন? কোন একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স
চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পরামর্শ দিলেন এবি ডি'ভিলিয়ার্স
রজত পতিদার কীভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এবি ডি'ভিলিয়ার্স। তিনি বলেছেন, পতিদারকে সবসময় নিজের খেলায় বিশ্বাস রাখতে হবে এবং মনে রাখতে হবে, তাকে কেন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিরাট কোহলি বা ফ্যাফ ডু প্লেসির মতো হওয়ার চেষ্টা না করে নিজের মতো করেই নেতৃত্ব দেওয়া উচিত। তবে কোহলি এবং প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মতো সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগানোরও পরামর্শ দিয়েছেন এবি ডি'ভিলিয়ার্স।
আরও পড়ুন … India vs Maldives: চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন মনবীর সিং! ISL সেমির আগে রাগে ফুঁসছে মোহনবাগান
রজত পতিদারের জন্য নিজের সেরা পরামর্শ দিলেন এবি ডি'ভিলিয়ার্স
এবি ডি'ভিলিয়ার্স বলেন, ‘এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার উপায় হল বারবার নিজেকে মনে করিয়ে দেওয়া— ‘আমি কেন এই জায়গায়? কেন আমাকে অধিনায়ক করা হয়েছে?' নিশ্চয়ই তার জন্য একটা ভালো কারণ আছে। এখন সময় এসেছে নিজের ওপর বিশ্বাস রাখার এবং নিজেকে সত্যিকারের নেতা হিসেবে প্রমাণ করার। বিরাট বা ফ্যাফের মতো অধিনায়ক হওয়ার দরকার নেই, বরং নিজের মতো করে দলকে পরিচালনা করা উচিত। বিরাট কোহলি, অ্যান্ডি ফ্লাওয়ার এবং অন্যান্য সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত, তবে সবসময় নিজের মতো করেই সিদ্ধান্ত নিতে হবে। পতিদারের জন্য এটিই আমার সেরা পরামর্শ।’
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এবং হাই-স্কোরিং ম্যাচ নিয়ে মতামত
আইপিএলে নতুন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এবং হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন এবি ডি'ভিলিয়ার্স। তার মতে, এই নতুন নিয়ম খেলার ধরণ বদলে দিয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য এটি বাড়তি সুবিধা এনে দিয়েছে। তবে বোলারদের জন্য এটি কিছুটা অন্যায় বলে মনে করেন এবি ডি'ভিলিয়ার্স।
আরও পড়ুন … IPL 2025: আমি ওয়াংখাড়েতে MI বাদে অন্য কোনও রঙ দেখতে চাই না… হার্দিকের বিশেষবার্তা
আইপিএলে প্রথমবার ৩০০ রান পেরিয়ে যেতে দেখা যেতে পারে
এবি ডি'ভিলিয়ার্স বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খেলার ধরণ পুরোপুরি বদলে দিয়েছে। অনেক ব্যাটসম্যানের কথায় আমরা দেখেছি, এই নিয়ম তাদের ওপর থেকে চাপ কমিয়েছে এবং তারা আরও বেশি ঝুঁকি নিতে পারছে। তবে আমি মনে করি, এটা কিছুটা অন্যায্য বোলারদের জন্য। পাওয়ার প্লেতে মাত্র দুইজন ফিল্ডার বাইরে রাখা যায়, তার ওপর ব্যাটসম্যানদের জন্য বাড়তি স্বাধীনতা বোলারদের জন্য কাজটা আরও কঠিন করে তুলেছে। তবে দর্শকদের জন্য এটি খুবই উত্তেজনাপূর্ণ। এবার আমরা হয়তো প্রথমবারের মতো আইপিএলে ৩০০ রান পেরিয়ে যেতে দেখব।’
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি বেঙ্গালুরু
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে।