'স্পিড তুললেও চালান কাটা হবে না....!', দুর্দান্ত বোলিংয়ের পরই রাস্তায় পড়ল স্টার্কের পোস্টার
1 মিনিটে পড়ুন Updated: 17 Apr 2025, 03:22 PM ISTরাজস্থান ম্যাচে হিরো বনে গেছেন বুড়ো স্টার্ক, পরের দিনই রাস্তায় দেখা মিলল তার নামে পোস্টারের
রাজস্থান ম্যাচে হিরো বনে গেছেন বুড়ো স্টার্ক, পরের দিনই রাস্তায় দেখা মিলল তার নামে পোস্টারের
আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একার হাতেই কার্যত দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসার গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। তবে তার দাম অনুযায়ী খুশি ছিলেন না নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। শুরুর দিকে গতবার সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। অবশ্য শেষদিকে এসে তিনি পুশিয়ে দিয়েছিলেন। প্লে অফে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারকে। যদিও এবারের আইপিএলের নিলামের আগে স্টার্ককে ছেড়ে দেওয়া হয়েছিল কেকেআরের তরফ থেকে।