আজকাল গান নয়, বরং বিতর্কিত মন্তব্যের জেরেই আলোচনায় থাকেন বাঙালি কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। একসময় একাধিক হিট গান দিলেও আলটপকা মন্তব্যের জন্য বরাবরই নিন্দার পাত্র অভিজিৎ। এ আর রহমান থেকে শাহরুখ, অরিজিৎ থেকে আতিফ আসলাম, অভিজিৎ-এর চক্ষুশূল সকলেই। তবে সম্প্রতি লাগামহীন মন্তব্য করে ফেলেছেন গায়ক। মহাত্মা গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্য করে আইনি জটে অভিজিৎ ভট্টাচার্য। আরও পড়ুন-'ও নিজের গান নিজেই গাইতে পারে', শাহরুখকে ফের কটাক্ষ অভিজিতের! বাঙলি গায়কের উপর চটল কিং খান ভক্তরা
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে অভিজিৎ বলেন, ‘ভুল করে’ মহাত্মা গান্ধীকে ভারতের ‘জাতির জনক’ বলা হয়। আসলে তিনি ‘পাকিস্তানের জনক’! শুধু তাই নয়, গান্ধীজির জন্যই ভারত ভাগ, পাকিস্তানের উৎপত্তি, এমন কথা বলেও পিছপা হননি অভিজিৎ। এবার এই মামলায় তাঁকে নোটিস পাঠিয়েছেন পুণের এক আইনজীবী।
আইনজীবী অসীম সারোদে জানিয়েছেন, অভিজিৎ ভট্টচার্যকে তাঁর মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা না চাইলে গায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা হবে। নোটিশে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য করে নিজের সীমা অতিক্রম করেছেন গায়ক। আইনজীবী বলেছিলেন যে গায়কের তথ্য যাচাই করা উচিত কারণ দেড় শতাধিক দেশ তার নামে ডাকটিকিট জারি করেছে।
কী বলেছেন অভিজিৎ ভট্টাচার্য?
শুভঙ্কর মিশ্রের পডকাস্টে গায়ক অভিজিৎ বলেন, ‘মহাত্মা গান্ধী ভারতের পক্ষে ছিলেন না, তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। ভুল করে মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসাবে বর্ণনা করা হয়। ভারত তো শুরু থেকেই ছিল, পাকিস্তান তৈরি করা হয়েছিল। তিনি ছিলেন সৃষ্টিকর্তা। বাবা ছিলেন, পিতামহ ছিলেন তিনি, দাদা ছিলেন তিনি...’।
এর আগে শাহরুখ, সলমন বা রণবীরের মতো তারকাদের কটাক্ষ করলেও কেউ পালটা জবাব দেননি অভিজিৎ-কে। তবে মহাত্মা গান্ধীক নিয়ে বেফাঁস মন্তব্য করায় ছাড় পেলেন না অভিজিৎ। জানা গিয়েছে, আইনজীবী অসীম সরোদ তাঁর আইনি নোটিশে দেশভাগ নিয়ে গান্ধীজির উক্তি উল্লেখ করেছেন। যাতে স্পষ্ট লেখা, 'গান্ধীজি বলেছিলেন, ‘দেশ ভাগ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে সেটা করতে হবে। যতদিন আমি বেঁচে, কিছুতেই ভারত ভাগে রাজি হব না।’ হিন্দু-মুসলিম ঐক্যের জন্য,সৌভ্রাতৃত্বের জন্য আজীবন লড়াই করেছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী।
নব্বইয়ের দশকে শাহরুখ খানের কণ্ঠ হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখের কণ্ঠে ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘আই অ্যাম দ্য বেস্ট’-র মতো সফল গান গেয়েছেন বাঙলি গায়ক। বর্তমানে শাহরুখ খানও তাঁর চোখের বালি!