গত ১৮ ফেব্রুয়ারি ‘ইন্ডিয়াস লেটেন্ট শো’ নামক একটি অনুষ্ঠানে বাবা মায়ের যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সকলের চক্ষুশূল হয়েছিলেন রণবীর আল্লাহবাদিয়া। যদিও পরবর্তী সময়ে অনেকবার ক্ষমা চেয়েছিলেন তিনি কিন্তু তাও জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
সোমবার সুপ্রিম কোর্ট জানায়, রণবীরের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়েছে। আগামী ২৮ এপ্রিল শুনানির পর পাসপোর্ট ফেরত পেতে পারেন রণবীর। খুব স্বাভাবিকভাবেই এই খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইউটিউবার। তদন্ত শেষ হওয়ার পর থানের নোডাল সাইবার পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
প্রসঙ্গত, তদন্ত চলাকালীন প্রথমে রণবীরকে শো করতে মানা করলেও গত ৩ মার্চ শীর্ষ আদালত পডকাস্ট করার অনুমতি দেন রণবীরকে। শীর্ষ আদালতের অনুমতি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এবং নিজের কাজে ফিরে যান।
নতুন রূপে ফিরে এসে রণবীর প্রথম যে পডকাস্ট করেছিলেন, সেটি শুরু করার আগে তিনি আরও একবার সকলের থেকে ক্ষমা চেয়ে নেন তাঁর মন্তব্যের জন্য। এক বৌদ্ধ গুরুর সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নতুন ভাবে অনুষ্ঠান শুরু করেন রণবীর।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
উল্লেখ্য, সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক প্রতিযোগীকে রণবীর বলে বসেন, 'আপনি আপনার বাবা মায়ের যৌনতা দেখতে চাইবেন নাকি নিজে পার্টিসিপেট করে তাঁদের যৌনতাকে চিরকালে বন্ধ করে দিতে চাইবেন।'
রণবীরের এই মন্তব্যে উপস্থিত সকলেই হেসে ওঠেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ভিডিয়ো। একের পর এক নিন্দাজনক মন্তব্য উড়ে আসে রণবীর সহ বাকিদের দিকে। সকলেই বুঝতে পারেন ভুল হয়েছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।