বয়সের বিস্তর ব্যবধানে প্রেমের গল্প। টেলিপর্দায় বেশ জমে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের গল্প। গল্প জমিয়ে রাখতে রোজনই সিরিয়ালের চিত্রনাট্য়েও আনা হয়েছে একের পর এক টুইস্ট। আর তাতেই TRP-তেও বাজিমাত করেছে জি বাংলার এই ধারাবাহিক। গত সপ্তাহেও জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিকের টিআরপি ছিল ৬.০। আর তাই এই টিআরপি ধরে রাখতে প্রেম-অভিমানে আরও ভরপুর করে তোলা হচ্ছে অর্য স্যার আর অপুর গল্প।
১৫ এপ্রিল মঙ্গলবার সামনে এসেছে জিতু কমল ও দিতিপ্রিয়ার এই সিরিয়ালে নতুন আরও একটি প্রোমো। যার ক্যাপশানে লেখা হয়েছে ‘নতুন বছরে নতুন চমক! দেখুন চিরদিনই তুমি যে আমার’। কী আছে এই প্রমোতে?
দেখা যাচ্ছে, অপুর বাড়িতে হাজির তার আর্য স্যার। হঠাৎ তাঁকে বাড়িতে দেখে ভূত দেখার মতো চমকে অপু বলে ওঠে 'আপনি!' আর্য তাঁকে বলেন, ‘অপর্ণা এটা তুমি ঠিক করোনি, তুমি অফিসে কাউকে কিছু না বলে চলে এসেছো!’ এরপরই সেখানে এন্ট্রি নিয়ে ফেলেন ঘটক। বলেন, ‘তা কী ঠিক করলেন! এই বৈশাখেই একটা দিন পাকা করে নি।’
আর এরপর কিছুটা রাগ দেখিয়ে অপর্ণা তার মাকে জানায়, ‘আমি এই বিয়েতে রাজি, আর আর্য স্যারও তো তাই চান!’ মেয়ের কথা আনন্দে উচ্ছ্বসিত হয়ে অপুর মা বলে ওঠে, ‘সত্যি…!’ অপর্ণর এমন কথায় মুখের অভিব্যক্তি কিছুটা ম্রিয়মান হয়ে যায় তার আর্য স্যারের।